রাশিয়ার সঙ্গে ব্যাংকিং চ্যানেলে বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করতে সরকারকে প্রস্তাব দিয়েছে ভারতে কার্যক্রম পরিচালনাকারী রাশিয়ার একটি ব্যাংক। পিজেএসসি এসবার নামক ব্যাংকটি জানিয়েছে, তারা রাশিয়াসহ সিআইএসভুক্ত দেশগুলোতে বাণিজ্যিক লেনদেনে বাংলাদেশকে সেবা দিতে চায়। এই ব্যাংকটিতে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানা রয়েছে। জানা গেছে, এসবার ব্যাংকের একটি শাখা রয়েছে ভারতের নয়াদিল্লিতে। এ ছাড়া মুম্বাইয়ে আরেকটি শাখা খোলার উদ্যোগ গ্রহণ করেছে। নয়াদিল্লি শাখার মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ী-উদ্যোক্তাদের রাশিয়ার সঙ্গে আমদানি-রপ্তানি সম্পর্কিত লেনদেনে সেবা দিতে চায় ব্যাংকটি। সূত্র জানায়, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাশিয়ান একটি বাণিজ্য প্রতিনিধি দল ঢাকা সফরে আসে গত সপ্তাহে। প্রতিনিধি দলটি ঢাকায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ডিসিসিআইর ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে। গত ২৮ মে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। ওই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন পিজেএসসি এসবার ব্যাংকের নির্বাহী পরিচালক আর্সেন দামকিয়ান ও হেড অব ডিরেকশন দিমিত্রি কমোভিচ। ওই বৈঠকেই ভারতীয় শাখার মাধ্যমে বাণিজ্যিক লেনদেনের প্রস্তাব দেয় ব্যাংকটির কর্মকর্তারা। জানতে চাইলে, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সরাসরি ব্যাংকিং লেনদেন চালু নেই। তৃতীয় দেশের ব্যাংকিং সুবিধা নিয়ে ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিজনিত লেনদেন করে থাকেন। রাশিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের ব্যবসায়ীরা রাশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্যে সমস্যায় পড়ছেন। একই সমস্যায় পড়ছেন রাশিয়ান ব্যবসায়ীরাও। এ সমস্যা মোকাবিলায় ভারতে ব্যাংকটির শাখার মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীরা বাণিজ্যিক লেনদেন সুবিধা গ্রহণ করতে পারেন। নিতে পারবেন এলসি সুবিধাও। এতে করে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেনে যে সমস্যা তা কেটে যাবে। জানা গেছে, এর আগে রাষ্ট্রীয় অংশীদারি থাকা রাশিয়ার এই ব্যাংকটি বাংলাদেশে তাদের শাখা খোলার আগ্রহ প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠায়। গত বছরের মে মাসে পাঠানো ওই চিঠিতে এসবার ব্যাংক জানিয়েছিল, রাশিয়ার ব্যবসায়ীরা তাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এশিয়া অঞ্চলে নজর দিচ্ছেন। ফলে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন রাশিয়ান গ্রাহকদের ব্যাংকিং সেবা দিতে সম্ভাবনা খতিয়ে দেখছে তারা। বাংলাদেশি যেসব কোম্পানি রাশিয়ায় ব্যবসা সম্প্রসারণ করতে চায় তারাও এর মাধ্যমে লাভবান হবে। তবে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় ঢাকায় রাশিয়ান ব্যাংকের শাখা খোলার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ইতিবাচক সারা মেলেনি। এ পরিস্থিতিতে এখন ব্যাংকটি তার ভারতীয় শাখার মাধ্যমে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে বাণিজ্যিক লেনদেন কার্যক্রম চালাতে চাচ্ছে।
শিরোনাম
- কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
- চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
- ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
ভারতের মাধ্যমে রাশিয়ার সঙ্গে লেনদেনের প্রস্তাব
রুকনুজ্জামান অঞ্জন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর