রাশিয়ার সঙ্গে ব্যাংকিং চ্যানেলে বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করতে সরকারকে প্রস্তাব দিয়েছে ভারতে কার্যক্রম পরিচালনাকারী রাশিয়ার একটি ব্যাংক। পিজেএসসি এসবার নামক ব্যাংকটি জানিয়েছে, তারা রাশিয়াসহ সিআইএসভুক্ত দেশগুলোতে বাণিজ্যিক লেনদেনে বাংলাদেশকে সেবা দিতে চায়। এই ব্যাংকটিতে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানা রয়েছে। জানা গেছে, এসবার ব্যাংকের একটি শাখা রয়েছে ভারতের নয়াদিল্লিতে। এ ছাড়া মুম্বাইয়ে আরেকটি শাখা খোলার উদ্যোগ গ্রহণ করেছে। নয়াদিল্লি শাখার মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ী-উদ্যোক্তাদের রাশিয়ার সঙ্গে আমদানি-রপ্তানি সম্পর্কিত লেনদেনে সেবা দিতে চায় ব্যাংকটি। সূত্র জানায়, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাশিয়ান একটি বাণিজ্য প্রতিনিধি দল ঢাকা সফরে আসে গত সপ্তাহে। প্রতিনিধি দলটি ঢাকায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ডিসিসিআইর ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে। গত ২৮ মে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। ওই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন পিজেএসসি এসবার ব্যাংকের নির্বাহী পরিচালক আর্সেন দামকিয়ান ও হেড অব ডিরেকশন দিমিত্রি কমোভিচ। ওই বৈঠকেই ভারতীয় শাখার মাধ্যমে বাণিজ্যিক লেনদেনের প্রস্তাব দেয় ব্যাংকটির কর্মকর্তারা। জানতে চাইলে, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সরাসরি ব্যাংকিং লেনদেন চালু নেই। তৃতীয় দেশের ব্যাংকিং সুবিধা নিয়ে ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিজনিত লেনদেন করে থাকেন। রাশিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের ব্যবসায়ীরা রাশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্যে সমস্যায় পড়ছেন। একই সমস্যায় পড়ছেন রাশিয়ান ব্যবসায়ীরাও। এ সমস্যা মোকাবিলায় ভারতে ব্যাংকটির শাখার মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীরা বাণিজ্যিক লেনদেন সুবিধা গ্রহণ করতে পারেন। নিতে পারবেন এলসি সুবিধাও। এতে করে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেনে যে সমস্যা তা কেটে যাবে। জানা গেছে, এর আগে রাষ্ট্রীয় অংশীদারি থাকা রাশিয়ার এই ব্যাংকটি বাংলাদেশে তাদের শাখা খোলার আগ্রহ প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠায়। গত বছরের মে মাসে পাঠানো ওই চিঠিতে এসবার ব্যাংক জানিয়েছিল, রাশিয়ার ব্যবসায়ীরা তাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এশিয়া অঞ্চলে নজর দিচ্ছেন। ফলে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন রাশিয়ান গ্রাহকদের ব্যাংকিং সেবা দিতে সম্ভাবনা খতিয়ে দেখছে তারা। বাংলাদেশি যেসব কোম্পানি রাশিয়ায় ব্যবসা সম্প্রসারণ করতে চায় তারাও এর মাধ্যমে লাভবান হবে। তবে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় ঢাকায় রাশিয়ান ব্যাংকের শাখা খোলার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ইতিবাচক সারা মেলেনি। এ পরিস্থিতিতে এখন ব্যাংকটি তার ভারতীয় শাখার মাধ্যমে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে বাণিজ্যিক লেনদেন কার্যক্রম চালাতে চাচ্ছে।
শিরোনাম
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
ভারতের মাধ্যমে রাশিয়ার সঙ্গে লেনদেনের প্রস্তাব
রুকনুজ্জামান অঞ্জন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর