রাজধানীতে নিজ বাড়িতে খুন হয়েছেন পুলিশের এক সাব-ইন্সপেক্টরের (এসআই) মা-বাবা। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যাত্রাবাড়ীর কোনাপাড়ার পশ্চিম মোমেনবাগের বটতলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গতকাল সকালে পুলিশের এসআই আবদুল্লাহ আল মামুন ওরফে ইমনের পিতা শফিকুর রহমান (৬২) ও মা ফরিদা ইয়াসমিন (৫৫)-এর রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন। গতকাল এসব তথ্য জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তিনি বলেন, ঘটনাটি বুধবার রাতে ঘটতে পারে। লোকজন তাদের লাশ দেখতে পেয়ে ট্রিপল নাইনে (৯৯৯) ফোন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুজনেরই মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। ফরিদার লাশ পাওয়া গেছে দোতলার ফ্ল্যাটে আর তার স্বামী শফিকুরের লাশ পাওয়া গেছে নিচতলার পার্কিংয়ে। তার কাছে বাসার প্রধান ফটকের চাবি পাওয়া গেছে। ফরিদার গায়ে স্বর্ণালংকার থাকলেও খুনিরা তা নেয়নি। আর বাসা থেকে কিছু খোয়া গেছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। তবে আলমারিও খোলা পাওয়া গেছে। বাসার নিচের প্রধান ফটক ও ঘরের দোতলার দরজা খোলা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে শফিকুর নামাজ পড়তে যাওয়ার সময় প্রথমে তার ওপর হামলা চালানো হয়। পরে দোতলায় উঠে তার স্ত্রীকে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শফিকুর-ফরিদা দম্পতি নিজেদের চার তলা বাড়ির দোতলায় থাকতেন। ওপরের দুই তলা এবং নিচতলার একপাশে ভাড়াটিয়ারা থাকেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ওই দম্পতির ছেলে এসআই আবদুল্লাহ আল মামুন ওরফে ইমন পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চ (এসবি) সদর দফতরে কর্মরত। ইমন ও তার স্ত্রী ওই বাসায়ই থাকেন। তবে বুধবার রাতে ইমন তার দাদাবাড়ি ফেনী এবং তার স্ত্রী নিজের বাবার বাড়িতে বেড়াতে যান। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করেছে সিআইডি। ওই এলাকায় সিসি ক্যামেরা বেশি নেই। খুনিদের চিহ্নিতের চেষ্টা চলছে। চার তলা ওই বাড়ির ভাড়াটিয়ারা দাবি করেছেন, তারা কেউ বিষয়টি টের পায়নি। কী কারণে এই হত্যাকান্ড, কে বা কারা এতে জড়িত তা এখনো জানা যায়নি। এটি পূর্বের বিরোধ না ডাকাতির ঘটনা সেটি তদন্তে বেরিয়ে আসবে। ব্যক্তিগত জীবনে এসআইর পিতা শফিকুর রহমান পেশাগতভাবে জনতা ব্যাংকের সাবেক গাড়িচালক ছিলেন ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (ছিলেন গৃহিণী। ডিএমপির ডেমরা জোনের সহকারী কমিশনার (এসি) নাহিদ ফেরদৌস বলেন, ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পতি হত্যাকান্ড। পূর্বের কোনো বিরোধের জের ধরে এটি ঘটে থাকতে পারে। অপর দিকে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইন বলেন, এটি ডাকাতির ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকান্ড, তা নিশ্চিত হওয়া যায়নি।
শিরোনাম
- এক সপ্তাহে কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে
- রাজধানীতে নাশকতার পরিকল্পনা, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার
- মির্জা ফখরুলের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধির সাক্ষাৎ
- আগুনে ক্ষতিগ্রস্তদের তিন দিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ
- আর্থিকভাবে স্বাবলম্বী স্ত্রী ভরণপোষণ চাইতে পারবেন না
- জোট গঠনের সিদ্ধান্ত, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি
- লালমাইয়ে বাগমারা বাজারে বিএনপির লিফলেট বিতরণ
- অস্ট্রেলিয়ায় বিলাসবহুল হোটেলের পুলে কুমির
- ট্রাম্পের কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে লাখ লাখ মানুষের বিক্ষোভ
- "দাবি আদায়ে আবারও আন্দোলনের হুশিয়ারি"
- গাঁজাসহ ‘কালা হারুন’ গ্রেফতার
- পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে
- জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে : সালাহউদ্দিন
- কানাডা কি সত্যিই হারিয়ে যাচ্ছে?
- ‘হত্যাযজ্ঞ ও ধ্বংসের স্থপতি’ ইসরায়েলের ১৭ বিজ্ঞানীর তথ্য ফাঁস
- কানাডার টরেন্টোতে বাচনিকের যুগপূর্তি উৎসব ‘বাচনিক বৈভব’
- ভারতকে আবারও পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান
- সৌদিতে হামলা মানেই যুক্তরাষ্ট্রে হামলা: নতুন প্রতিরক্ষা চুক্তির পথে রিয়াদ
- সপ্তাহের শেষে কমতে পারে গরম, সাগরে লঘুচাপের আভাস
- প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান
পুলিশ কর্মকর্তার মা-বাবা খুন
রাজধানীতে বাসায় ঢুকে কোপাল, ভবনজুড়ে রক্তের ছাপ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর