রাজধানীতে নিজ বাড়িতে খুন হয়েছেন পুলিশের এক সাব-ইন্সপেক্টরের (এসআই) মা-বাবা। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যাত্রাবাড়ীর কোনাপাড়ার পশ্চিম মোমেনবাগের বটতলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গতকাল সকালে পুলিশের এসআই আবদুল্লাহ আল মামুন ওরফে ইমনের পিতা শফিকুর রহমান (৬২) ও মা ফরিদা ইয়াসমিন (৫৫)-এর রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন। গতকাল এসব তথ্য জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তিনি বলেন, ঘটনাটি বুধবার রাতে ঘটতে পারে। লোকজন তাদের লাশ দেখতে পেয়ে ট্রিপল নাইনে (৯৯৯) ফোন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুজনেরই মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। ফরিদার লাশ পাওয়া গেছে দোতলার ফ্ল্যাটে আর তার স্বামী শফিকুরের লাশ পাওয়া গেছে নিচতলার পার্কিংয়ে। তার কাছে বাসার প্রধান ফটকের চাবি পাওয়া গেছে। ফরিদার গায়ে স্বর্ণালংকার থাকলেও খুনিরা তা নেয়নি। আর বাসা থেকে কিছু খোয়া গেছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। তবে আলমারিও খোলা পাওয়া গেছে। বাসার নিচের প্রধান ফটক ও ঘরের দোতলার দরজা খোলা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে শফিকুর নামাজ পড়তে যাওয়ার সময় প্রথমে তার ওপর হামলা চালানো হয়। পরে দোতলায় উঠে তার স্ত্রীকে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শফিকুর-ফরিদা দম্পতি নিজেদের চার তলা বাড়ির দোতলায় থাকতেন। ওপরের দুই তলা এবং নিচতলার একপাশে ভাড়াটিয়ারা থাকেন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ওই দম্পতির ছেলে এসআই আবদুল্লাহ আল মামুন ওরফে ইমন পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চ (এসবি) সদর দফতরে কর্মরত। ইমন ও তার স্ত্রী ওই বাসায়ই থাকেন। তবে বুধবার রাতে ইমন তার দাদাবাড়ি ফেনী এবং তার স্ত্রী নিজের বাবার বাড়িতে বেড়াতে যান। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করেছে সিআইডি। ওই এলাকায় সিসি ক্যামেরা বেশি নেই। খুনিদের চিহ্নিতের চেষ্টা চলছে। চার তলা ওই বাড়ির ভাড়াটিয়ারা দাবি করেছেন, তারা কেউ বিষয়টি টের পায়নি। কী কারণে এই হত্যাকান্ড, কে বা কারা এতে জড়িত তা এখনো জানা যায়নি। এটি পূর্বের বিরোধ না ডাকাতির ঘটনা সেটি তদন্তে বেরিয়ে আসবে। ব্যক্তিগত জীবনে এসআইর পিতা শফিকুর রহমান পেশাগতভাবে জনতা ব্যাংকের সাবেক গাড়িচালক ছিলেন ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (ছিলেন গৃহিণী। ডিএমপির ডেমরা জোনের সহকারী কমিশনার (এসি) নাহিদ ফেরদৌস বলেন, ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পতি হত্যাকান্ড। পূর্বের কোনো বিরোধের জের ধরে এটি ঘটে থাকতে পারে। অপর দিকে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইন বলেন, এটি ডাকাতির ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকান্ড, তা নিশ্চিত হওয়া যায়নি।
শিরোনাম
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
পুলিশ কর্মকর্তার মা-বাবা খুন
রাজধানীতে বাসায় ঢুকে কোপাল, ভবনজুড়ে রক্তের ছাপ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর