আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ঘিরে ভারতের উসকানিমূলক ও রাজনৈতিক বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ আঞ্চলিক উত্তেজনায় সবাইকে সর্বোচ্চ সংযমে থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন, কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতি ও আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম ও থাকব। এ দেশে জাতি, বর্ণ, ধর্মনির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত।
তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারতীয় কিছু মহল বাংলাদেশের বিরুদ্ধে গণমাধ্যমে উসকানিমূলক মন্তব্য ও রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। ভুল তথ্যের এসব প্রচারণা বাংলাদেশবিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে। আগরতলায় বাংলাদেশ মিশনে সর্বশেষ হামলা এসব বিভ্রান্তিকর অপপ্রচারের ফল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক অংশীজনদের এ বিষয়টি উপলব্ধি করতে হবে যে প্রায় ২০ কোটি মানুষের দেশ বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে তা অন্য কোনো দেশের উপকারে আসবে না। হাসিনাকে কেন উৎখাত করা হয়েছিল, সে বিষয়টি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বুঝতে হবে। জানতে হবে তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে কী ঘটেছে। পাশাপাশি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের গন্ডি ছাড়িয়ে ভারত-বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখা কতটা জরুরি, সেটাও অনুধাবন করতে হবে।
৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। গতকাল রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি।
তারেক রহমান বলেন, বিএনপি দুই বছর আগে ৩১ দফা দিয়েছে। তারও আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছিলেন। দুই বছর আগে আমরা জানতাম না যে, ৫ আগস্ট আমরা স্বৈরাচারকে পালাতে বাধ্য করব। কিন্তু দুই বছর আগে দেশ এবং দেশের মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করা যায়, সে নিয়ে চিন্তা ছিল আমাদের।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশজুড়ে বৃক্ষরোপণ করবে জানিয়ে তিনি বলেন, বিএনপি আগামীতে নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে সারা দেশে আমার পাঁচ বছরে ৫ কোটি বৃক্ষ রোপণ করব। যেগুলো বড় বৃক্ষ, রেইনট্রি। আমাকে এই কাজে সবার সহযোগিতা আশা করি।