রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজ নিজ অবস্থান থেকে সাম্প্রদায়িক বিভেদ প্রতিহত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল বিকালে ‘বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদযাপন পরিষদ। প্রধান বিচারপতি বলেন, বাংলার ইতিহাস মূলত সৌহার্র্দ ও সম্প্রতির বন্ধনের ইতিহাস। সেই আবহমানকাল থেকে এই ভূখে র মানুষ ধর্ম-বর্ণনির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে। ধর্ম আমাদের উদারতা, মানবিকতা, অসম্প্রাদিয়কতা ও সহিষ্ণুতা শিক্ষা দেয়। আবার ধর্মের অপব্যাখ্যাই অনেক সময় মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। তাই আমাদের ধর্মের মানবিক শিক্ষা গ্রহণ করে বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রধান বিচারপতি আরও বলেন, বিগত শতাব্দীর বিভিন্ন সাম্প্রদায়িক সংঘাত আমাদের শিখিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান আমাদের জাতীয় অগ্রগতির অন্যতম মূল ভিত্তি। তাই সবার প্রতি আমার আহ্বান থাকবে পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতির মাধ্যমে জুলাই বিপ্লবোত্তর এই নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে আমরা অগ্রগতির পথে নিয়ে যাব। এতে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সনাতন ধর্মীয় বক্তা স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ, উদযাপন পরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
শিরোনাম
- ছাত্র ইউনিয়ন সভাপতির ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাবি
- বাকেরগঞ্জে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
- বরিশালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মুন্সীগঞ্জে দুই মাদক বিক্রেতা আটক
- বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চলবে : শফিকুর রহমান
- ব্যালন ডি'অর জয়ী কিংবদন্তী ফুটবলার ডেনিস ল আর নেই
- সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী মনির গ্রেফতার
- খো খো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলাদেশের
- টানা ৮ জয়ে প্রথম দল হিসেবে প্লে-অফে রংপুর
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেল চালক নিহত
- বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে পরিবহন শ্রমিক নেতা আহত
- খুশদিলের তাণ্ডব: শেষ ৩৬ বলে ৮১ রংপুরের
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
- অ্যালেক্সায় এআই
- মালপত্র মেপে না দেওয়ায় ৩ ভাইসহ ৪ জনকে কুপিয়ে জখম
- ফেসবুক প্রোফাইলে যেভাবে মিউজিক যুক্ত করবেন
- বিদেশিরা পারফরম্যান্স না করায় দলের এমন অবস্থা: সিলেট অধিনায়ক
- সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২
- শ্বাসকষ্ট অতঃপর ইনহেলার, তবুও জোকোভিচ লড়লেন এবং জিতলেন
- নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র পরিপূর্ণতা পাবে না : সাইফুল