প্রায় ১০ কোটি টাকার বিনিময়ে ইউরোপের দেশ মাল্টাতে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী ও কন্যা। দুবার এ চেষ্টা চালান তারা। তবে অর্থ পাচার, দুর্নীতি এবং ঘুষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আবেদন প্রত্যাখ্যান করেছেন মাল্টার পাসপোর্ট কর্তৃপক্ষ। ফাঁস হওয়া নথির উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। এতে বলা হয়, পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন ব্রিটেনের অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের চাচা তারিক আহমেদ সিদ্দিক। তার স্ত্রী শাহীন সিদ্দিক। ২০১৩ এবং ২০১৫ সালে দুবার হেনলি অ্যান্ড পার্টনার্সের কাছে মাল্টার নাগরিকত্ব পাওয়ার আবেদন করেন তিনি। তবে দুর্নীতি এবং ঢাকায় জমি আত্মসাতের দায়ে অভিযোগ থাকায় দুবারই তার আবেদন নাকচ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ফাঁস হওয়া নথির ভিত্তিতে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, শাহীন সিদ্দিকের বিরুদ্ধে হাসিনার আমলে ঢাকার জমি আত্মসাতের অভিযোগ থাকায় মাল্টার ইমিগ্রেশন কনসালটেন্সি তাদের নাগরিকত্বের আবেদন নাকচ করে দেয়। কারণ হিসেবে তারা জানিয়েছে, শাহীনের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমে জমি আত্মসাতের অভিযোগ প্রকাশিত হয়েছে। শাহীন সিদ্দিক হচ্ছেন টিউলিপের আপন চাচা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী।
মাল্টাতে পাসপোর্ট আবেদনের নথিতে তারিকের পরিবার কীভাবে সেখানে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করেছিলেন তার বিশদ বিবরণ পাওয়া গেছে। হেনলির প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ঢাকায় প্রচ্ছায়া নামের একটি সংগঠনের মাধ্যমে জমি আত্মসাৎ করেন শাহীন সিদ্দিক। ২০১৩ সালে নাগরিকত্ব আবেদনের নথিতে প্রচ্ছায়া নামের সংগঠনটির কথা উল্লেখ করেছিলেন তিনি।