আছিয়াসহ সব হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবিতে শহীদ মিনারে গতকাল গণমিছিল কর্মসূচি দিয়েছিল ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বেশ কয়েকটি বাম সংগঠন। একই সঙ্গে গতকাল শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা কর্মসূচি দিয়েছিল ইনকিলাব মঞ্চ। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষই কর্মসূচি স্থগিত করে। এ ছাড়া কর্মসূচি ঘিরে গতকাল রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিলের উদ্দেশ্যে জড়ো হন বাম সংগঠনের নেতা-কর্মীরা। উ™ূ¢ত পরিস্থিতিতে গণমিছিল স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা। এ সময় তারা সাত দফা দাবি জানান। দাবিগুলো দেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও হত্যার বিচার; স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ; জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার; মন্দির-মসজিদ-মাজারে হামলাকারীদের বিচার ইত্যাদি। ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, ‘আমরা কর্মসূচি ঘোষণা করার পর একটি উগ্রবাদী গোষ্ঠী আমাদের কর্মসূচি নস্যাৎ এবং ধর্ষণবিরোধী আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা চক্রান্ত করছে। আমরা এও লক্ষ করছি, আমাদের ধর্ষণবিরোধী গণ আন্দোলন পুঁজি করে আওয়ামী সন্ত্রাসীরাও পুনর্বাসনের স্বপ্ন দেখছে। আমরা উগ্রবাদী গোষ্ঠী ও আওয়ামী সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে বলতে চাই, ধর্ষণবিরোধী আন্দোলন ব্যবহার করে আপনাদের যে বাসনা; বাংলাদেশের ছাত্র-যুব সমাজ তা পূরণ হতে দেবে না। শহীদ মিনারে বাম সংগঠনগুলো তাদের গণমিছিল প্রত্যাহার করায় শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা স্থগিত করে ইনকিলাব মঞ্চ। তারা শাহবাগ থেকে পদযাত্রা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে আসে। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করেন। নতুন কর্মসূচি অনুযায়ী ২৫ এপ্রিল শাহবাগে ‘শহীদি সমাবেশ’ করা হবে। একই সঙ্গে দুই দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী। তাদের দাবির মধ্যে রয়েছে জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার ও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। শরীফ উসমান হাদী আরও বলেন, ২৫ এপ্রিল শুক্রবার বিকালে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার দাবিতে আমরা শাহবাগে শহীদি সমাবেশ কর্মসূচি ঘোষণা করলাম। এদিন জুলাই শহীদদের বাবা-মায়েরা, শাপলার শহীদদের বাবা-মায়েরা, পিলখানায় শহীদদের সন্তানরা উপস্থিত থাকবেন। তবে এর আগে যদি লাকী আক্তার গং আবার কোথাও দাঁড়াতে চায় আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেব। তিনি আরও বলেন, শাহবাগে যারা ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। এ দেশে আর কোনো শাহবাগ কায়েম করতে দেব না আমরা। কর্মসূচি ঘিরে গতকাল রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গতকাল সকাল থেকেই কার্যালয়ের আশপাশে সমবেত হন দলটির নেতা-কর্মীরা। তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকালে কার্যালয়ের সামনে এসে কালো পতাকা উত্তোলন করেন সিপিবি সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
বাম সংগঠন ও ইনকিলাব মঞ্চের কর্মসূচি উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর