আছিয়াসহ সব হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবিতে শহীদ মিনারে গতকাল গণমিছিল কর্মসূচি দিয়েছিল ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বেশ কয়েকটি বাম সংগঠন। একই সঙ্গে গতকাল শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা কর্মসূচি দিয়েছিল ইনকিলাব মঞ্চ। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষই কর্মসূচি স্থগিত করে। এ ছাড়া কর্মসূচি ঘিরে গতকাল রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিলের উদ্দেশ্যে জড়ো হন বাম সংগঠনের নেতা-কর্মীরা। উ™ূ¢ত পরিস্থিতিতে গণমিছিল স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা। এ সময় তারা সাত দফা দাবি জানান। দাবিগুলো দেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও হত্যার বিচার; স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ; জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার; মন্দির-মসজিদ-মাজারে হামলাকারীদের বিচার ইত্যাদি। ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, ‘আমরা কর্মসূচি ঘোষণা করার পর একটি উগ্রবাদী গোষ্ঠী আমাদের কর্মসূচি নস্যাৎ এবং ধর্ষণবিরোধী আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা চক্রান্ত করছে। আমরা এও লক্ষ করছি, আমাদের ধর্ষণবিরোধী গণ আন্দোলন পুঁজি করে আওয়ামী সন্ত্রাসীরাও পুনর্বাসনের স্বপ্ন দেখছে। আমরা উগ্রবাদী গোষ্ঠী ও আওয়ামী সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে বলতে চাই, ধর্ষণবিরোধী আন্দোলন ব্যবহার করে আপনাদের যে বাসনা; বাংলাদেশের ছাত্র-যুব সমাজ তা পূরণ হতে দেবে না। শহীদ মিনারে বাম সংগঠনগুলো তাদের গণমিছিল প্রত্যাহার করায় শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা স্থগিত করে ইনকিলাব মঞ্চ। তারা শাহবাগ থেকে পদযাত্রা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে আসে। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করেন। নতুন কর্মসূচি অনুযায়ী ২৫ এপ্রিল শাহবাগে ‘শহীদি সমাবেশ’ করা হবে। একই সঙ্গে দুই দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী। তাদের দাবির মধ্যে রয়েছে জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার ও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। শরীফ উসমান হাদী আরও বলেন, ২৫ এপ্রিল শুক্রবার বিকালে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার দাবিতে আমরা শাহবাগে শহীদি সমাবেশ কর্মসূচি ঘোষণা করলাম। এদিন জুলাই শহীদদের বাবা-মায়েরা, শাপলার শহীদদের বাবা-মায়েরা, পিলখানায় শহীদদের সন্তানরা উপস্থিত থাকবেন। তবে এর আগে যদি লাকী আক্তার গং আবার কোথাও দাঁড়াতে চায় আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেব। তিনি আরও বলেন, শাহবাগে যারা ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। এ দেশে আর কোনো শাহবাগ কায়েম করতে দেব না আমরা। কর্মসূচি ঘিরে গতকাল রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গতকাল সকাল থেকেই কার্যালয়ের আশপাশে সমবেত হন দলটির নেতা-কর্মীরা। তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকালে কার্যালয়ের সামনে এসে কালো পতাকা উত্তোলন করেন সিপিবি সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
বাম সংগঠন ও ইনকিলাব মঞ্চের কর্মসূচি উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর