ডোনাল্ড ট্রাম্প সৃষ্ট বাণিজ্য যুদ্ধে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব কমাতে মার্কিন পণ্য আমদানি শুল্ক যুক্তিসংগত করাসহ বিভিন্ন উপায় খুঁজতে শুরু করেছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কারোপ করেন ট্রাম্প। বাংলাদেশের পণ্যের ওপরও আরোপ করা হয়েছে ৩৭ শতাংশ শুল্ক। এতে আগামী ৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে গুনতে হবে ৫২ শতাংশ পর্যন্ত শুল্ক। যা প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি। ফলে তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, সিরামিক, ফার্মাসিউটিক্যালস রপ্তানি-কারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে রপ্তানিতে শুল্ক যৌক্তিকীকরণের কাজ শুরু করেছে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-সহ সব মন্ত্রণালয় ও সংস্থাগুলো। এনবিআর এবং বিডার একটি প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৩০টি পণ্যের ওপর উচ্চ শুল্ক রয়েছে। কৃষিপণ্য, কিছু কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতিসহ এসব পণ্যে বর্তমানে ২৬ দশমিক ২ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত শুল্ক রয়েছে। কর্মকর্তারা আনুমানিক হিসাব করে বলেছেন, বাংলাদেশে মার্কিন পণ্যের ওপর গড় শুল্ক ৬ শতাংশ। আমেরিকা থেকে আমদানি করা প্রধান পণ্য হলো তুলা, স্ক্র্যাপ এবং উড়োজাহাজের মেশিন, যেগুলো বাংলাদেশে বেশির ভাগ ক্ষেত্রেই করমুক্ত। বাংলাদেশ মাঝেমধ্যে যুক্তরাষ্ট্র থেকে উচ্চমানের গাড়িও আমদানি করে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক আলোচনায় পারস্পরিক সহযোগিতা বজায় রাখার জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে হতে পারে বলেও জানিয়েছেন একজন কাস্টমস কর্মকর্তা। এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য দেশ হিসেবে বাংলাদেশ একটি দেশের জন্য কোনো পণ্যের ওপর কর কমাতে পারবে না। তিনি আরও বলেন, যদি আমরা কর কমিয়ে দেই, তাহলে সব দেশের জন্য তা কমাতে হবে। এনবিআর মনে করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার একটি প্রধান বিষয় হলো আমদানি বাড়িয়ে বাণিজ্য ভারসাম্যহীনতা কমানো। ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি পণ্য পোশাকের একক বৃহত্তম বাজার হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক-কর কমানোর বিষয়ে এনবিআরের পক্ষ থেকে কী করা যেতে পারে, তা চিন্তা করা হচ্ছে।
শিরোনাম
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
- রাজশাহীতে রেললাইনের পাশে পড়েছিল শ্রমিকের মরদেহ
- হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার
- শিক্ষার্থীদের ৫০০ টাকায় বিটিসিএলের ১৫ এমবিপিএস ইন্টারনেটে
- হলোকাস্ট বোর্ড থেকে কমলা হ্যারিসের স্বামীকে বরখাস্ত করলেন ট্রাম্প
- অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন
- ভারতে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্যু
- ‘যখন বুঝতে পারলাম কী হচ্ছে, তখন চিৎকার শুরু করি’
- রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
- সালমান-আনিসুল-মামুন ফের রিমান্ডে
- শ্রমিক অসন্তোষে গাজীপুরে দুই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- রাজধানীতে ছুটির ৩ দিনে তিন জনসমাবেশ
- চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার
- চেহারায় পরিবর্তন আনতে গিয়ে বিপর্যস্ত অস্ট্রেলীয় টিকটকারের জীবন
- দুবাইয়ে ভালোবাসায় সিক্ত ‘ক্যাফে ২১’
- ‘২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত’
- মে দিবসে বন্ধ থাকবে বসুন্ধরা সিটি শপিং মল