ডোনাল্ড ট্রাম্প সৃষ্ট বাণিজ্য যুদ্ধে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব কমাতে মার্কিন পণ্য আমদানি শুল্ক যুক্তিসংগত করাসহ বিভিন্ন উপায় খুঁজতে শুরু করেছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কারোপ করেন ট্রাম্প। বাংলাদেশের পণ্যের ওপরও আরোপ করা হয়েছে ৩৭ শতাংশ শুল্ক। এতে আগামী ৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে গুনতে হবে ৫২ শতাংশ পর্যন্ত শুল্ক। যা প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি। ফলে তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, সিরামিক, ফার্মাসিউটিক্যালস রপ্তানি-কারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে রপ্তানিতে শুল্ক যৌক্তিকীকরণের কাজ শুরু করেছে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-সহ সব মন্ত্রণালয় ও সংস্থাগুলো। এনবিআর এবং বিডার একটি প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৩০টি পণ্যের ওপর উচ্চ শুল্ক রয়েছে। কৃষিপণ্য, কিছু কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতিসহ এসব পণ্যে বর্তমানে ২৬ দশমিক ২ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত শুল্ক রয়েছে। কর্মকর্তারা আনুমানিক হিসাব করে বলেছেন, বাংলাদেশে মার্কিন পণ্যের ওপর গড় শুল্ক ৬ শতাংশ। আমেরিকা থেকে আমদানি করা প্রধান পণ্য হলো তুলা, স্ক্র্যাপ এবং উড়োজাহাজের মেশিন, যেগুলো বাংলাদেশে বেশির ভাগ ক্ষেত্রেই করমুক্ত। বাংলাদেশ মাঝেমধ্যে যুক্তরাষ্ট্র থেকে উচ্চমানের গাড়িও আমদানি করে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক আলোচনায় পারস্পরিক সহযোগিতা বজায় রাখার জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে হতে পারে বলেও জানিয়েছেন একজন কাস্টমস কর্মকর্তা। এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য দেশ হিসেবে বাংলাদেশ একটি দেশের জন্য কোনো পণ্যের ওপর কর কমাতে পারবে না। তিনি আরও বলেন, যদি আমরা কর কমিয়ে দেই, তাহলে সব দেশের জন্য তা কমাতে হবে। এনবিআর মনে করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার একটি প্রধান বিষয় হলো আমদানি বাড়িয়ে বাণিজ্য ভারসাম্যহীনতা কমানো। ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি পণ্য পোশাকের একক বৃহত্তম বাজার হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক-কর কমানোর বিষয়ে এনবিআরের পক্ষ থেকে কী করা যেতে পারে, তা চিন্তা করা হচ্ছে।
শিরোনাম
- কিয়েভে আবারও ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ৩১
- ৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম
- গাজায় গণহত্যার নিন্দা জানালেন ইসরায়েলি লেখক গ্রসম্যান
- যে কারণে ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ
- রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
- গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- গাজায় ইসরায়েলের হামলায় মার্কিন নাগরিক নিহত
- শুল্ক হ্রাসে আত্মতুষ্টি নয়, বাণিজ্য কৌশল বদল জরুরি
- একাত্তরে শ্রেণিমুক্তির মীমাংসা ঘটেনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২ আগস্ট)
- ২৪-এর গণঅভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেছিল : নবীউল্লাহ নবী
- আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে : হাবিব উন নবী
- রাজধানীতে মুখোশ পরে এসে প্রকাশ্যে মাথায় গুলি
- পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস
- খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
- সাইমের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে এগিয়ে পাকিস্তান
- সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি
- মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করলো হাইকমিশন
- ৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি
- সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত