সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড বা ১ হাজার ৪৭৯ কোটি ৩৮ লাখ ১৩ হাজার টাকা মূল্যের লন্ডনের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। এসব সম্পত্তি বিক্রির ওপর ৯টি ফ্রিজিং অর্ডারের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করেছে এনসিএ। এগুলোর মধ্যে লন্ডনের অভিজাত গ্রোসভেনর স্কয়ার এলাকায় অবস্থিত বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে। কোম্পানিজ হাউস রেকর্ড অনুযায়ী, সবগুলো সম্পত্তি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, আইল অফ ম্যান এবং জার্সিতে নিবন্ধিত কোম্পানির নামে কেনা হয়েছে। এগুলোর প্রতিটির মূল্য ১ দশমিক ২ মিলিয়ন থেকে ৩৫ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত। শেখ হাসিনার সরকারের শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন বেক্সিমকোর প্রতিষ্ঠাতা সালমান রহমান। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুর্নীতির অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের সময় তিনি দেশত্যাগের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এনসিএর মাধ্যমে জব্দ হওয়া সম্পত্তির মধ্যে একটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনস এলাকায় অবস্থিত। ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ওই সম্পত্তিতে শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বসবাস করতেন। এনসিএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটি একটি চলমান তদন্ত এবং আমরা একাধিক সম্পত্তির ওপর ফ্রিজিং অর্ডার পেয়েছি।’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের নীতিনির্ধারক ডানকান হেমস বলেন, ‘আমরা যুক্তরাজ্যের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই যেন তারা দ্রুততার সঙ্গে সব সন্দেহজনক সম্পদ জব্দ করে।’ গার্ডিয়ান জানায়, সালমান এফ রহমানের পরিবার এবং তাদের প্রতিষ্ঠিত বেক্সিমকোর পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আহমেদ শায়ান রহমানের একজন মুখপাত্র ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘আমাদের মক্কেল দৃঢভাবে সব অভিযোগ অস্বীকার করছেন এবং যুক্তরাজ্যে যে কোনো তদন্তে তিনি সহযোগিতা করবেন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে, যেখানে শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। আমরা আশা করি যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এটি যথাযথভাবে বিবেচনা করবে।’
শিরোনাম
- সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
- টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে হ্যারি ব্রুক
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে জাকেরের বড় লাফ, শান্ত-লিটনের অবনমন
- খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরার
- ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম ও নিয়ন্ত্রণ কক্ষ চালু
- দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৮৭
- সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
- দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৭৮৭
- বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১১৬৭ মামলা
- ভারী বৃষ্টি ও ভূমিধস নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
- গোপালগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু
- যুবদল কর্মী আরিফ হত্যা : ৭ দিনের রিমান্ডে সুব্রত বাইন
- বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
- ঝরে পড়া শিক্ষার্থী ও বাল্যবিয়ে রোধে জলঢাকায় শুভসংঘের সচেতনতামূলক সভা
- গণহত্যার দায়ে শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
- শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে : আইন উপদেষ্টা
- ‘পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারাই চিন্তার বিষয়’
সালমানের ছেলে ভাতিজার ১৪৭৯ কোটি টাকার সম্পদ জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর