সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড বা ১ হাজার ৪৭৯ কোটি ৩৮ লাখ ১৩ হাজার টাকা মূল্যের লন্ডনের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। এসব সম্পত্তি বিক্রির ওপর ৯টি ফ্রিজিং অর্ডারের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করেছে এনসিএ। এগুলোর মধ্যে লন্ডনের অভিজাত গ্রোসভেনর স্কয়ার এলাকায় অবস্থিত বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে। কোম্পানিজ হাউস রেকর্ড অনুযায়ী, সবগুলো সম্পত্তি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, আইল অফ ম্যান এবং জার্সিতে নিবন্ধিত কোম্পানির নামে কেনা হয়েছে। এগুলোর প্রতিটির মূল্য ১ দশমিক ২ মিলিয়ন থেকে ৩৫ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত। শেখ হাসিনার সরকারের শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন বেক্সিমকোর প্রতিষ্ঠাতা সালমান রহমান। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুর্নীতির অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের সময় তিনি দেশত্যাগের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এনসিএর মাধ্যমে জব্দ হওয়া সম্পত্তির মধ্যে একটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনস এলাকায় অবস্থিত। ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ওই সম্পত্তিতে শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বসবাস করতেন। এনসিএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটি একটি চলমান তদন্ত এবং আমরা একাধিক সম্পত্তির ওপর ফ্রিজিং অর্ডার পেয়েছি।’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের নীতিনির্ধারক ডানকান হেমস বলেন, ‘আমরা যুক্তরাজ্যের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই যেন তারা দ্রুততার সঙ্গে সব সন্দেহজনক সম্পদ জব্দ করে।’ গার্ডিয়ান জানায়, সালমান এফ রহমানের পরিবার এবং তাদের প্রতিষ্ঠিত বেক্সিমকোর পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আহমেদ শায়ান রহমানের একজন মুখপাত্র ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘আমাদের মক্কেল দৃঢভাবে সব অভিযোগ অস্বীকার করছেন এবং যুক্তরাজ্যে যে কোনো তদন্তে তিনি সহযোগিতা করবেন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে, যেখানে শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। আমরা আশা করি যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এটি যথাযথভাবে বিবেচনা করবে।’
শিরোনাম
- গাজা সিটি থেকে নিরাপদ গণউচ্ছেদ ‘অসম্ভব’: রেড ক্রস প্রধান
- ব্রিটেনে অভিবাসনপ্রত্যাশীদের বিক্ষোভ থেকে গ্রেফতার ৩
- মধ্যরাতে চবি এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ
- সামাজিক মাধ্যমে ট্রাম্পের মৃত্যুর গুজব
- চবিতে প্রকৌশল শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মশাল মিছিল
- এলডিসি গ্র্যাজুয়েশন বিতর্কে বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
- বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেব না: নওশাদ
- নামাজ শেষে ঘরে বসা অবস্থায় গৃহবধূ খুন
- মানিকগঞ্জ পৌরসভায় রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- কুমিল্লা নগরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
- যশোর মণিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত
- চার বছর পর শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল, মুন্সিগঞ্জে উদ্বোধন
- সাবমেরিন ক্যাবল ছিঁড়ে ৫ দিন ধরে বিদ্যুতবিহীন মেহেন্দিগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
- মুক্তিপণের টাকা পরিশোধ করে বাড়ি ফিরেছে অপহৃত সাত জেলে
- সাবেকদের অনুপ্রেরণায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে উদ্যোগ
- জাকসু নির্বাচনে নতুন তিনটি প্যানেলের আত্মপ্রকাশ
- শ্রীপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- বিমানবন্দর সড়কের ৭ অংশে রবিবার চালু হচ্ছে সিগন্যাল ব্যবস্থা