ফের ব্যাটিং ব্যর্থতা। ফের হারের শঙ্কায় টাইগাররা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে (এসসিজি) তৃতীয় দিন শেষে টেস্টের যে চিত্র, তাতে আর একটি ইনিংস হারের চক্করে পড়েছে নাজমুল বাহিনী। ২১১ রানে পিছিয়ে ব্যাটিংয়ে নেমে নাজমুলরা গতকাল পার করেছেন ৬ উইকেটে ১১৫ রান তুলে। হাতে ৪ উইকেট এবং ৯৬ রানে পিছিয়ে আজ চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। ম্যাচের চিত্র যে সমীকরণ, তাতে আরও একটি ইনিংস হারের পথে হাঁটছেন নাজমুলরা। অপরাজিত থাকা লিটন দাস যদি ব্যাটিংয়ে মিরাকল কিছু করেন, তাহলে হয়তো ইনিংস হার এড়াতে পারবে টাইগাররা। অবশ্য বৃষ্টিও বাঁচাতে পারে নাজমুল বাহিনীকে। এজন্য টানা দুই দিন বৃষ্টি ঝরতে হবে! প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে স্বাগতিক শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সংগ্রহ ৪৫৮। দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ১১৫ রান। গলে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। আগের দিনের ২ উইকেটে ২৯০ রান নিয়ে খেলতে নেমে আরও ১৬৮ রান যোগ করে স্বাগতিকরা। ১৪৬ রানে অপরাজিত থাকা পাথুম নিশাঙ্কা আউট হন ১৫৮ রানে। শেষ দিকে কুশল মেন্ডিস ৮৪ রান করেন। এসসিজির ব্যাটিং উইকেটে দারুণ বোলিং করেছেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। ৫৫ টেস্ট ক্যারিয়ারে ১৭ বার বা তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন ইনিংসে। দেশের বাইরে পঞ্চমবার ‘ফাইফার’ নিয়ে স্পর্শ করেন আরেক বাঁ হাতি স্পিনার সাকিব আল হাসানকে। গলে দুর্দান্ত বোলিং করে অফ স্পিনার নাঈম হাসান ৬ উইকেট নিয়েছিলেন। এবার ৩ উইকেট নেন। উইকেট নিতে ব্যর্থ হন মেহেদি হাসান মিরাজ। পেসার নাহিদ রানা ১ উইকেট নেন। ২১১ রানে ব্যাটিংয়ে নেমে ফের ব্যর্থ হন এনামুল হক বিজয়। সিরিজের আগের তিন ইনিংসে ০, ৪ ও ০ রান করেছিলেন। টেস্ট ক্যারিয়ার বাঁচিয়ে রাখতে বড় ইনিংস খেলা খুবই দরকার ছিল বিজয়ের। ভালোই খেলছিলেন এনামুল। কিন্তু এবারও ব্যর্থ হন বড় ইনিংস খেলতে। ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার সাদমান ইসলাম আউট হন ১২ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কোনো উল্লেখ করার মতো জুটি নেই। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬৭ রানের জুটি গড়েছিলেন মুশফিকুর রহিম-লিটন দাস। এবারও দুজনে একই জুটিতে ৩০ রান যোগ করেন।
শিরোনাম
- সুন্দরবনে ট্রলারসহ হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার
- শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজন আটক
- শাবিপ্রবিতে শহিদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল
- কুমিল্লায় লাইনচ্যুত পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন
- ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- বাগেরহাটে ৯ জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ
- নড়াইলে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ২০
- শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশ
- বগুড়ার যুবলীগ নেতা আমিনুল ঢাকায় গ্রেফতার
- ‘আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়’
- 'সরকার গঠন করলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত হতাহতদের পুনর্বাসন'
- জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- জুলাই গণঅভ্যুত্থানে তিন শহীদ স্মরণে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি
- সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে গ্রেফতার ১৭৬১ জন
- নীলফামারীতে চার শহিদের নামে চার গাছ রোপণ
- খুলনায় মদপানে ৫ জনের মৃত্যু
- যুক্তরাষ্ট্রসহ তিন গুরুত্বপূর্ণ মিশনে রদবদল
- মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে
- জুলাই গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের পাঁচ শহীদের নামে বৃক্ষরোপণ
- কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
ইনিংস হারের শঙ্কায় নাজমুল বাহিনী
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর