লক্ষ্মীপুরে ছাত্রদলের ১২টি কলেজ ও মাদ্রাসা শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাদের ফেসবুকে কমিটিগুলো প্রকাশ করেন।
কমিটিগুলো হল সদর উপজেলার দালাল বাজার ডিগ্রি কলেজ, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা, বশিকপুর ডিএসইউ কামিল মাদ্রাসা, রায়পুর উপজেলার রায়পুর কামিল মাদ্রাসা, রামগঞ্জ উপজেলার রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ, দল্টা ডিগ্রি কলেজ, পানপাড়া কলেজ, জয়পুরা এসআরএমএস উচ বিদ্যালয় ও কলেজ, রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসা, রামগতি উপজেলার আলেকজান্ডার কামিল মাদ্রাসা, আহমদিয়া ডিগ্রি কলেজ ও আব্দুল হাদী কলেজ।
জেলা ছাত্রদল জানায়, ৬ সদস্যের দালাল বাজার কলেজ কমিটিতে আহ্বায়ক লোকমান হোসেন জয় ও সদস্য সচিব জিসান সুলতান শ্রাবণ, ৩ সদস্যের টুমচর কামিল মাদ্রাসার আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নাঈম হোসেন ও সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন অপি, ১০ সদস্যের বশিকপুর কামিল মাদ্রাসা কমিটিতে সভাপতি ওসমান গণি সাগর ও সাধারণ সম্পাদক ইউনুস মাহমুদ শিহাব, ১৩ সদস্যের রায়পুর কামিল মাদ্রাসা কমিটিতে আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব মাহাবুব আলম বিজয়, রামগঞ্জ মডেল কলেজের ১০ সদস্যের কমিটিতে সভাপতি মাহাদী হাসান তাজিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিফাত, দল্টা কলেজের ২১ সদস্যের কমিটিতে সভাপতি রিফাত হোসান ও সাধারণ সম্পাদক ইশরাত জাহান, পানপাড়া কলেজের ৫ সদস্যের কমিটিতে সভাপতি ওয়ালিদ আল হাসান ও সাধারণ সম্পাদক হাছান মাহমুদ জিয়া, জয়পুরা কলেজের ৫ সদস্যের কমিটিতে সভাপতি নুর নবী হোসেন রিপাত ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম, রাব্বানিয়া মাদ্রাসার ১১ সদস্যের কমিটিতে সভাপতি মেহেদী হাসান মুরাদ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত অফি, আলেকজান্ডার কামিল মাদ্রাসার ১৬ সদস্যের কমিটিতে সভাপতি আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আহমদিয়া কলেজের ৭ সদস্যের কমিটিতে সভাপতি পারসিম হোসেন ও সাধারণ সম্পাদক আল জিহাদ এবং আব্দুল হাদী কলেজের ৯ সদস্যের কমিটিতে সভাপতি মুজাহিদুল ইসলাম জিহাদ ও সাধারণ সম্পাদক মো. পারভেজ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনকে গতিশীল করতে ১২টি কলেজ ও মাদ্রাসা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে নতুন কমিটির নেতৃবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/এমআই