রাঙামাটির কাউখালীতে স্ত্রীকে হত্যার দায়ে উচাইলা মারমা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় রাঙামাটি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
রাঙামাটি রাষ্ট্র পক্ষের আইনজীবী প্রতিম রায় পাম্পু জানান, ২০০১ সালে ২ জুলাই রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের সার বড়তলী পাড়ায় পারিবারিক কলহের জেরে উচাইলাম মারমা তার স্ত্রী নাইচাইউ মারমাকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করেন। এই ঘটনার পর নিহত নাইচাইউ মারমার বড় ভাই উষা হোয়াই মারমা বাদী হয়ে বোনের স্বামীর বিরুদ্ধে রাঙামাটির কাউখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় গ্রেপ্তার হয়ে জেল খেটে ২০১২ সালের ২৯ মার্চ জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন আসামি উচাইলা মারমা। আসামির অনুপস্থিতিতেই আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ হত্যাকাণ্ডের ২৪ বছর পর এ দণ্ডাদেশ দিয়েছেন।
পুলিশের তদন্ত এবং দীর্ঘ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দন্ডবিধি ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ প্রদান করেন। তবে অভিযুক্ত আসামি এখনো পলাতক রয়েছে। পুলিশের গ্রেফতারের পর থেকে আসামির সাজার দিন কার্যকর হবে বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/জামশেদ