৫০তম জন্মদিনে চারদিক থেকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার। তবে নিজের বিশেষ দিনটির আগেও পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে মুখ খুলেছেন সাবেক এই গতিতারকা।
গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের ২০২ রানের লজ্জার হারের পর ব্যাটিং ব্যর্থতা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন শোয়েব। ২৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯২ রানেই অলআউট হওয়া পাকিস্তান দলকে একহাত নেন তিনি।
ম্যাচ শেষে শোয়েব বলেন,'শুকরিয়া, ওয়েস্ট ইন্ডিজ দলে প্যাট কামিন্স বা মিচেল স্টার্ক ছিল না! এই কন্ডিশনে খেললে তোমার আসল চরিত্র বের হয়ে আসে। আর আমাদের খেলোয়াড়দের সেই চরিত্র দেখে দুঃখই লাগে।'
৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলো পাকিস্তান। এই ফলাফলকে শুধুই খেলোয়াড়দের ব্যর্থতা বলে মানতে নারাজ শোয়েব। তার মতে, বাজে নীতির কারণেই এমন ধ্বংসস্তূপে পৌঁছেছে দলটি।
তিনি বলেন 'তোমার দলে যদি মানসম্পন্ন ব্যাটার, অলরাউন্ডার, পেসার ও স্পিনার না থাকে, তাহলে তো তুমি ৫০ ওভার টিকতেই পারবে না। খেলোয়াড়দের দোষ দিয়ে লাভ নেই, এটার মূল কারণ ভুল দিকনির্দেশনা ও নীতিগত দুর্বলতা।'
শোয়েব মনে করেন, দলের নতুন করে পুনর্গঠন নয়। প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সমন্বয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর পাকিস্তানের কোচিং স্টাফও প্রশ্নবিদ্ধ। শোয়েব আখতার সরাসরি কোচ মাইক হেসনের সক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, 'মাইক হেসন ভালো টি-টোয়েন্টি কোচ হতে পারেন, কিন্তু ওয়ানডেতে কী আছে তার আমি জানি না। যদি মানসম্পন্ন খেলোয়াড় খেলানো না হয়, তাহলে এই ফলই দেখতে হবে।'
বিডি প্রতিদিন/মুসা