নেপালের বিপক্ষে সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে জাতীয় দলের প্রস্ততি শুরু করেছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) থেকে মিরপুরে শুরু হয়েছে ক্যাম্প, যেখানে প্রাথমিকভাবে মাত্র ৫ জন ফুটবলার অংশ নিয়েছেন। কোচ হাভিয়ের কাবরেরা দল গঠনের কাজ শুরু করলেও প্রাথমিক স্কোয়াডের পুরো তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
জাতীয় দলের ম্যানেজার আমের খান নিশ্চিত করেছেন, কোচ কাবরেরা ২৪ জনের একটি প্রাথমিক দল চূড়ান্ত করেছেন। সেই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে দলে জায়গা পাননি কানাডাভিত্তিক ক্লাব কাভারলির মিডফিল্ডার শমিত শোম।
শমিতকে না রাখার কারণ ব্যাখ্যা করে আমের খান বলেন, 'সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে শমিতকে রাখা হয়নি। ৬ ও ১৪ সেপ্টেম্বর তার ক্লাব কাভারলির ম্যাচ রয়েছে। তাই বাংলাদেশের হয়ে প্রীতি ম্যাচ খেলা সম্ভব হবে না তার জন্য।'
অন্যদিকে, হামজাকে জাতীয় দলে ভেড়াতে কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে তার ক্লাব লেস্টার সিটিকে চিঠি পাঠানো হয়েছে। এখন চলছে ক্লাব ও ফেডারেশনের মধ্যে আলোচনা।
নেপালের বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৬ ও ৯ সেপ্টেম্বর। তবে সেই সময়টায় চ্যালেঞ্জ কাপের ব্যস্ততা থাকায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিতে পারেননি। ফলে সীমিত সংখ্যক খেলোয়াড় নিয়েই কাবরেরা ক্যাম্প শুরু করেছেন।
এদিকে, জাতীয় দলের নিয়মিত সদস্য জামাল ভূঁইয়া একদিন সময় চেয়ে নিয়েছেন ফেডারেশনের কাছে। তার ব্যাপারে আমের খান বলেন, 'জামাল একদিনের সময় চেয়েছে। আবাহনী-কিংস ছাড়া অন্য ক্লাবগুলোও এখনো সেভাবে অনুশীলন শুরু করেনি। তাই কোচ চেয়েছেন যেন খেলোয়াড়রা অন্তত ফিটনেস ও জিমে কাজ করতে পারে, সেজন্যই এই ক্যাম্প আয়োজন।'
বিডি প্রতিদিন/মুসা