বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি স্পিনার হিসেবে পরিচিত রশিদ খান। ব্যাটারদের ঘূর্ণিতে ঘায়েল করার জন্য বিখ্যাত হলেও, ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে এক রাতে নিজের ক্যারিয়ারেরই সবচেয়ে বাজে বোলিং স্পেল উপহার দিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন এই আফগান তারকা।
ওভাল ইনভিন্সিবলসের হয়ে বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে ম্যাচে মাত্র ২০ বল (৪ ওভার) হাত ঘুরিয়ে ৫৯ রান খরচ করেন রশিদ। এটি দ্য হান্ড্রেড ইতিহাসের সর্বোচ্চ রান খরচ করা বোলিং ফিগার, একইসঙ্গে রশিদের ব্যক্তিগত ক্যারিয়ারেও সবচেয়ে ব্যয়বহুল বোলিং।
ম্যাচে প্রথমে ব্যাট করে ওভাল ইনভিন্সিবলস ১০০ বলে ১৮০ রান সংগ্রহ করে, যেখানে ডনোভান ফেরেইরা ২৯ বলে ৬৩ এবং জর্ডান কক্স ৩০ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। জবাবে বার্মিংহাম ফিনিক্স ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় ৪ উইকেটের ব্যবধানে।
জয়ের অন্যতম নায়ক ছিলেন লিয়াম লিভিংস্টোন। ২৭ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে তিনি এক ওভারে রশিদের বলেই তুলেছিলেন ২৬ রান, টানা ৫ বলে ৩ ছক্কা ও ২ চার হাঁকিয়ে। পুরো ইনিংসে তিনি মারেন ৭টি চার ও ৫টি ছক্কা।
এদিন রশিদের ওপর আরও একটি লজ্জাজনক রেকর্ড চাপিয়ে দেন লিভিংস্টোন। রশিদের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে প্রথম ব্যাটার হিসেবে ২০০ রান স্পর্শ করেছেন তিনি। অথচ অন্য কোনো ব্যাটারই রশিদের বিপক্ষে ১৫০ রানেও পৌঁছাতে পারেননি।
২০২৩ বিশ্বকাপের পর অস্ত্রোপচারের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন রশিদ খান। আইপিএল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। চলমান অফফর্মের জন্য বিশেষজ্ঞরা রশিদের পুনর্বাসন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতাকেই দায়ী করছেন।
বিডি প্রতিদিন/মুসা