উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে গত দুদিন ধরে কুড়িগ্রামে তিস্তা, দুধকুমর ও ব্রহ্মপুত্র নদসহ সবকটি নদ নদীর পানি আবারো হুহু করে বাড়ছে। এ অবস্থায় বন্যা পরিস্থিতি আবারো সৃষ্টি হয়ে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ফসলহানির আশংকা কৃষকসহ নদী অববাহিকার মানুষজনের।
বুধবার দুপুরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় সবকটি নদনদীর পানি খুবই দ্রুতগতিতে আবারো বাড়ছে। বিশেষ করে দুধকুমর নদের পাটেশ্বরী পয়েন্টে ২০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার মাত্র ২১ সেন্টিমিটার নিচ দিয়ে ও তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার মাত্র ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ধরলা নদীর সেতু পয়েন্টে ৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ব্রহ্মপুত্র নদের তিনটি পয়েন্টেও পানি বাড়ছে বলে জানানো হয়। ফলে সব নদনদীর পানি ক্রমেই বাড়ায় নদনদীর অববাহিকার নিম্নাঞ্চলসমুহে পানি উঠেছে।এসব এলাকার নিচু ঘরবাড়িতে পানি উঠেছে এবং নিম্নাঞ্চলের শাকসবজি, রোপা আমনসহ বীজতলা তলিয়ে গেছে।গত কয়েকদিন ধরে পানি থাকায় এসব ফসল নষ্ট হয়ে যাওয়ার আশংকা করছেন কৃষকরা।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, নতুন করে তিস্তা,ধরলা ও দুধকুমর নদের পানি দ্রুতই বাড়ছে। তিনি আরো বলেন,আজ রাতে তিস্তা ও দুধকুমর নদের পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। উজানের ঢলের পাশাপাশি জেলায় ও উজানে প্রবল বৃষ্টিপাতের কারনেই দ্রুত পানি বাড়ছে।
এদিকে, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, নদনদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের রোপা আমন বীজতলা ও শাকসবজি তলিয়ে গেছে। এ মুহূর্তে এসব জমির অধিকাংশ পাট কর্তন হয়ে যাওয়ায় কিছু পাট, কিছু শাকসবজি ও রোপা আমন বীজতলা নিমজ্জিত হয়েছে।
বিডি প্রতিদিন/এএম