দিনাজপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে গাছ ও বই দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ১২২ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীকে ১টি করে ফলজ গাছ ও ১টি করে ইংরেজি সহজ শিক্ষা বই দিয়ে সংবর্ধনা জানানো হয়।
বুধবার দিনাজপুর শহরের মাতাসাগরস্থ পালকীয় কেন্দ্র মিলনায়তনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়। দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন এই কর্মসূচির আয়োজন করে।
সংস্থাটির সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এপির এসসিপিও বিপ্লব ক্লেমেন্ট মন্ডল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুবলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন বাবলু, ইউএনডিসির সেক্রেটারি মো. জামাল উদ্দিন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেন টেকনিক্যাল স্পেশালিস্ট, শিক্ষা ও শিশু সুরক্ষা, দিনাজপুর এসসিও জন পল স্কু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুব লিডার আল মমিন।
সভাপতির বক্তব্যে সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, জীবন একটি ক্যানভাস, তাতে তোমাদের সফলতার ছবি আঁকতে হবে। প্রতিটি শিক্ষার্থীর একটি স্বপ্ন থাকে যা তাকে সফলতার উচ্চ শিখরে নিয়ে যাবে। ব্যর্থতাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাব—এই হোক আমাদের ব্রত।
বিডিপ্রতিদিন/কবিরুল