২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সাড়ে ৩০০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা মডেল রিসোর্স সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নন্দীগ্রাম উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত বগুড়া-৪ আসনের এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম, অর্থ সম্পাদক আব্দুস ছাত্তার, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য রুহুল আমিন যুক্তিবাদী, বগুড়া জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, সেক্রেটারি হাফেজ আল ইমরান, জেলা সাহিত্য সম্পাদক কামরুজ্জামান, জেলা সাংস্কৃতিক সম্পাদক আবু হুজায়ফা, জেলা ছাত্র আন্দোলন সম্পাদক আব্দুল মুমিন, বগুড়া শহর ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের, নন্দীগ্রাম পৌর ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি গোলাম রাব্বী প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার প্রায় সাড়ে ৩০০ কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল