অভিনেতা কার্তিক আরিয়ানের পরে বিপাকে র্যাপার বাদশা। ফেডারেশন অব ওয়েস্টার্ন সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)-এর পক্ষ থেকে সাবধান করা হল তাকে। এক পাকিস্তানি নাগরিকের আয়োজিত অনুষ্ঠানে নাকি তিনি গান গাইতে চলেছেন। অনুষ্ঠানটি নাকি হওয়ার কথা আগামী ১৯ সেপ্টেম্বর।
ভারতীয় চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন কর্মচারী ও কর্মীদের এই সংস্থাটির পক্ষ থেকে বাদশাকে পাঠানো এক চিঠিতে লেখা হয়েছে, “প্রিয় বাদশা, আমরা জানতে পেরেছি, আপনি আগামী ১৯ সেপ্টেম্বর আমেরিকায় একটি অনুষ্ঠান করতে চলেছেন। এই অনুষ্ঠানের আয়োজক সংস্থাটি চালান কিছু পাকিস্তানি নাগরিক।”
এর পরেই বাদশাকে মনে করিয়ে দেওয়া হয়েছে, এফডব্লিউআইসিই এই অনুষ্ঠানে সম্মতি দিচ্ছে না। পহেলগাঁও কাণ্ডের পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছে ভারতের। শিল্পীরাও যাতে পাকিস্তানের সঙ্গে কোনও কাজে না জড়ান, সেই নিষেধাজ্ঞাও জারি রয়েছে ভারতের তরফে। তাই বাদশার এই অনুষ্ঠান সম্পর্কে সাবধান করেছে এফডব্লিউআইসিই।
কিছু দিন আগেই একই রকম ঘটনা ঘটে কার্তিকের সঙ্গে। অভিযোগ ছড়িয়েছিল, তিনি নাকি পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্যাপনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। খবর ছড়াতেই কটাক্ষের শিকার হন কার্তিক। তবে অভিনেতার সহযোগী দলের তরফ থেকে বলা হয়েছে, এমন কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনও পরিকল্পনাই নেই তার।
কার্তিকের সহযোগী দলের তরফ থেকে বলা হয়েছিল, “কার্তিক আরিয়ান কোনও অনুষ্ঠানের সঙ্গে যুক্ত নন। নির্দিষ্ট সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন, এমন কোনও ঘোষণাও তিনি করেননি। আমরা সেই অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং অনুরোধ করেছি, ওর নাম নিয়ে প্রচার করা যেন বন্ধ করা হয়।”
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম