৫ জুলাই, ২০২৪। দিনটি ছিল শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিনেও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সরব ছিল বিশ্ববিদ্যালয়গুলো। গত বছরের এই দিনে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। চট্টগ্রামে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সড়ক অবরোধ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা পালন করেন অবস্থান কর্মসূচি। প্রথম চার দিন লাগাতার অবরোধ করলেও এদিন কোটা বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকেন জাবি শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়। চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী চলে এ অবরোধ কর্মসূচি। কোটা বাতিলের দাবিতে খুলনা নগরীর জিরো পয়েন্টে সড়ক অবরোধ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কমসূচি পালন করেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। ছুটির দিনেও বিক্ষোভ-অবরোধে উত্তাল ছিল বিশ্ববিদ্যালয়গুলো। এদিকে এই দিনকে স্মরণে রাখতে কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা আজ বগুড়া, জয়পুরহাট ও নওগাঁতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি করবে। জুলাই গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা বিপ্লবীদের এই রাজনৈতিক দলটি জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী এমন নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবে বিএনপি। আজ ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করবেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।