বাঁ-হাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ পাল্লেকেলেতে প্রথম টি-২০ ম্যাচে ব্যাটিং করেন ৪ নম্বরে। বাঁ-হাতি ক্রিকেটার জাতীয় দলে ফিরেছেন প্রায় তিন বছর পর। তিনি সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের ৩০ আগস্ট। টি-২০ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে রান করেছিলেন মাত্র ৬। ছন্দ হারানোয় বাদ পড়েন টি-২০ স্কোয়াড থেকে। ৩৫ মাস পর জাতীয় দলের হয়ে রঙিন পোশাক ও সাদা বলের ম্যাচ খেলতে নামেন। নাঈমের মতোই দীর্ঘদিন পর দলে ফেরেন সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি সর্বশেষ খেলেছিলেন গত বছরের জুনে। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর ইনজুরিতে দলের বাইরে চলে যান। ১৪ মাস পর খেলতে নামেন সাইফুদ্দিন। গতকাল ৩ ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ টস হেরে ব্যাটিং করেছে। সিরিজের প্রথম ম্যাচে লিটন বাহিনী খেলছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। সাইফুদ্দিনের সঙ্গে খেলছেন তানজিম সাকিব ও তাসকিন আহমেদ। সুযোগ হয়নি বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের।
দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন খেলছেন। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন ৫ ওভারের ৪৬ রানের ভিত দেন। তানজিদ ব্যক্তিগত ১৬ রানে থুসারার বলে সাজঘরে ফেরেন। ওয়ান ডাউনে ব্যাটিং করেন অধিনাযক লিটন। ছন্দ হারিয়ে ওয়ানডে সিরিজের শেষ দুটি খেলতে পারেননি। টি-২০-তে ছন্দে ফিরতে মরিয়া টাইগার অধিনায়ক ব্যক্তিগত ৬ রানে লেগ বিফোর হন ভান্ডারসির বলে। প্রায় ৩ বছর পর খেলতে নেমে মরণপণ চেষ্টা করেছেন স্কোর করতে। অন্যদিকে মাহেশ থিকসানার বলে উড়িয়ে মারতে গিয়ে ইমন ব্যক্তিগত ৩৮ রানে আউট হন। ২২ বলের ইনিংসটিতে ৫টি চার ও একটি ছক্কা ছিল। ১৩ ওভার শেষে লিটন বাহিনীর স্কোর ৪ উইকেটে ৯৪ রান।