রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে ছড়াচ্ছে উত্তাপ। রাকসুতে নির্বাচনি প্যানেল ঘোষণা করেছে বড় দুটি ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবির। জাকসুতেও ইশতেহার ঘোষণা করেছে এ দুই ছাত্র সংগঠন।
রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। এতে শাখা ছাত্রদলের সহসভাপতি নূর উদ্দিন আবীরকে ভিপি ও দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনকে জিএস পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।
প্যানেলে আরও রয়েছেন- সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা, ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন, সহকারী ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আবদুল্লাহ আল কাফি, সহকারী সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অথী, মহিলাবিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম রিদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নুর নবী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মারুফ হোসেন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাইমুল ইসলাম নাইম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক এ আর রাফি খান, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মিনারুল ইসলাম মেঘ, সাঈদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও আশরাফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, ‘সংগঠনের অভ্যন্তরে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এসব নেতৃত্ব বাছাই করা হয়েছে। সাংগঠনিক দক্ষতা ও বিগত ফ্যাসিস্ট আমলের ত্যাগীরা প্যানেলে প্রাধান্য পেয়েছেন।’
ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করল শিবির : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা করেছে শিবির। এতে সাবেক সমন্বয়ক, জুলাই অভ্যুত্থানে আহত ও হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন। গতকাল প্যানেল ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোহাইমেন।
প্যানেলে ভিপি পদে শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং জিএস পদে সাবেক সমন্বয়ক ফাহিম রেজার নাম ঘোষণা করা হয়। এ ছাড়া এজিএস পদে মানবাধিকার সংগঠন সোচ্চারের সভাপতি এস এম সালমান সাব্বির, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক শাহিন আলম, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক আবু সাইদ, সংস্কৃতি সম্পাদক জাহিদ হাসান জোহা, সহকারী সংস্কৃতি সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক সাইদা হাফসা, সহকারী মহিলাবিষয়ক সম্পাদক সামিয়া জাহান, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহিল গালিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাসান হাওলাদার, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হামিদুল্লাহ নাইম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক নয়ন মুরসালিন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমার নাম ঘোষণা করা হয়। এ ছাড়া কার্যনির্বাহী পদের জন্য ইমতিয়াজ হক কামালি, সুজন চন্দ্র, এ বি এম খালেদ এবং দ্বীপ মাহবুবকে প্রার্থী করা হয়। এদের মধ্যে জিএস পদপ্রার্থী ফাহিম রেজা সাবেক সমন্বয়ক, দ্বীপ মাহবুব জুলাই গণ অভ্যুত্থানে আহত ও সম্মুখ সারির যোদ্ধা সালমান সাব্বির, সনাতনী শিক্ষার্থী সুজন চন্দ্র।
জাকসুতে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘স্বচ্ছতা ও দক্ষতায়, ন্যায্যতায় নিশ্চয়তায়’ স্লোগানকে সামনে রেখে ৯ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আরিফ উল্লাহ এ ইশতেহার ঘোষণা করেন। এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’-এর সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ সাদী হাসান ও সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী আট দফা ইশতেহার ঘোষণা করেন।
ছাত্রদল সমর্থিত প্যানেলের আট দফা ইশতেহার হলো- প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলে সিট নিশ্চিত করা, গেস্টরুম-গণরুম সংস্কৃতি বিলুপ্ত করা, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা; শিক্ষাবান্ধব নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস; পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ; নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা; মানসম্মত স্বাস্থ্যসেবা; সুসমন্বিত পরিবহন ব্যবস্থাপনা; ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য; পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণিবান্ধব ক্যাম্পাস।
অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ঘোষিত ৯ দফা ইশতেহারে রয়েছে- জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠন ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে জড়িত শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের বিচার নিশ্চিত করা; সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন, মানোন্নয়ন পরীক্ষার সুযোগ সৃষ্টি, দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ বন্ধ ও শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু; বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি রক্ষায় পূর্ণাঙ্গ ইকোলজিক্যাল মাস্টারপ্ল্যান, জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ, কনজারভেশন ক্যাম্পেইন, ওয়েস্ট ম্যানেজমেন্ট ও রিসাইক্লিং ব্যবস্থা শক্তিশালীকরণ; র্যাগিং, গেস্টরুম কালচার ও সাইবার বুলিং প্রতিরোধ।