মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ইসরায়েলের হামলার ঘটনা কেন্দ্র করে দোহায় আরব নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন আরব ও মুসলিম দেশের নেতারা। গতকাল বিকালে এ বৈঠক শুরু হয়। তবে এ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিল। বৈঠকের শুরুতেই ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানো হয়। সূত্র : আরব নিউজ, এএফপি। এর আগে কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মুহাম্মদ আল-আনসারি জানান, এ বৈঠকে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে একটি খসড়া প্রস্তাব গৃহীত হবে, যা আরব ও ইসলামি রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকে উত্থাপন করা হবে। তিনি বলেন, এ সম্মেলনের তাৎপর্য হলো কাতারের প্রতি আরব ও ইসলামি বিশ্বের ব্যাপক সংহতি প্রদর্শন। উল্লেখ্য, মঙ্গলবার হামাসের প্রতিনিধিরা দোহায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে এসে ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হন। এ হামলায় পাঁচ হামাস সদস্যসহ একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি বলেছেন, এ হামলা কেবল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবেই বর্ণনা করা যেতে পারে। ইসরায়েলের কঠোর সমালোচনা করে আরব লিগের মহাসচিব আহমদ আবুল গেইত বলেন, ‘একটি অপরাধের মুখে নীরব থাকা আরও অপরাধের পথ প্রশস্ত করে। কাতার একা নয়, আরব ও ইসলামি বিশ্ব দোহার পাশে দাঁড়িয়েছে।’
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        