পোশাক কারখানায় অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। গতকাল এক বিবৃতিতে দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এ মন্তব্য করেন। বিবৃতিতে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানায় আগুনে ১৬ জন শ্রমিকের মর্মান্তিক নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, পোশাক কারখানায় বারবার শ্রমিক নিহতের এ ঘটনাকে নিছক একটি দুর্ঘটনা বলে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটি সম্পূর্ণভাবে গাফিলতি ও দায়িত্বহীনতার ফল, যা কার্যত রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের শামিল। কিছুদিন পরপর এমন প্রাণহানির ঘটনা যেন দেশে একটি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। মনে হচ্ছে, শ্রমজীবী মানুষের জীবনের মূল্য রাষ্ট্রের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতি তুচ্ছ।
নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অবিলম্বে তিনটি সুনির্দিষ্ট দাবি জানান জেএসডির এই দুই নেতা। তাদের দাবিগুলো হলো- নিহত শ্রমিক পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা, আহত শ্রমিকদের সর্বোত্তম সুচিকিৎসা নিশ্চিত করা এবং আহত ও নিহতদের পরিবারকে অতি দ্রুত ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা।