শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা গড়ে তুলেছেন রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’। ১৭ বছর ধরে প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করে মুমূর্ষু রোগীদের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। ‘রক্তের প্রবাহে গড়ি আত্মার বন্ধন’- এ মূলমন্ত্রকে সামনে রেখে ২০০৯ সালের ৫ এপ্রিল মাত্র কয়েকজন স্বপ্নবাজ শিক্ষার্থীর হাত ধরে শুরু হয় সংগঠনটি। ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ক্লাসের ফাঁকে ফাঁকে রক্তদাতা খুঁজে বের করা, জরুরি রক্ত সরবরাহ করা সবকিছুই তাদের নিয়মিত কাজের অংশ। প্রতিষ্ঠার ১৭ বছরে ‘সঞ্চালন’ প্রায় ২৫ হাজার ৭০০ ব্যাগ রক্ত সরবরাহ করেছে। রক্তের প্রয়োজনে যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট হটলাইন নম্বর রয়েছে তাদের। যেটি প্রতি ২-৩ দিন পরপর পালাক্রমে একজন সদস্যের তত্ত্বাবধানে থাকে। রক্তের প্রয়োজনে সেই নম্বরে কল আসার সঙ্গে সঙ্গে দ্রুত ডোনার লিস্ট থেকে প্রয়োজনীয় গ্রুপের রক্তদাতার সঙ্গে যোগাযোগ করে রক্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেন সংগঠনের সদস্যরা। তাদের কার্যক্রম শুধু রক্ত সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতি ঈদে বিশ্ববিদ্যালয় ও আশপাশের দুস্থ পরিবারের মধ্যে নতুন পোশাক বিতরণ করেন তারা। এমনকি শীতকালে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্বও পালন করছে সংগঠনটি। প্রতি বছর ভর্তি কার্যক্রমে নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকেন তারা। এ ছাড়াও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্লাড গ্রুপিং এবং রক্তদানবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করেন। ‘সঞ্চালন’ তার ডোনারদের উপহার প্রদানের মাধ্যমে রক্তদানে উৎসাহিত করতে ‘ডোনার হান্ট’ নামের একটি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। যেখানে লাকি ড্রয়ের মাধ্যমে ডোনারদের জন্য টিশার্টের ব্যবস্থা করা হয়েছে। যেটা প্রতি মাসের শেষে করা হয়। এ বিষয়ে সঞ্চালনের সভাপতি মো. রিফাত ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠার শুরু থেকেই ‘সঞ্চালন’ মানবতার কল্যাণে নিরলভাবে কাজ করে আসছে। মুমূর্ষু রোগীকে বিপদের সময় রক্ত দিয়ে পাশে থাকা পৃথিবীর অন্যতম একটি মানবিক কাজ, যা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। সেই মানবিক কাজটি দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে করে যাচ্ছে সঞ্চালন। মানবতার প্রয়োজনে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সঞ্চালনের মানবিক কাজের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘তারা যে মহৎ ও মানবিক কাজটি করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের ইতিবাচক কাজ শুধু মানুষের জীবনে আলোই জ্বালায় না, বরং পুরো সমাজে একটি পজিটিভ চিন্তাধারার বিকাশ ঘটায়।’
শিরোনাম
- পুতিনের সঙ্গে বৈঠকের পরই কিমের ডিএনএ মুছে ফেলেছে কর্মীরা (ভিডিও)
- নির্বাচনের অপেক্ষায় বিনিয়োগকারীরা : আমীর খসরু
- ডিআরইউতে মব সৃষ্টিসহ তিনটি বিষয়ে গভীর উদ্বেগ
- পর্তুগালে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৮
- মালিবাগে সোহাগ পরিবহনের অপারেশন ম্যানেজারকে কুপিয়ে জখম
- ভারত কোনো শুল্ক আরোপ না করার প্রস্তাব দিয়েছে: ট্রাম্প
- বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নেদারল্যান্ডসের তৃতীয় টি-টোয়েন্টি
- হার দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- ইন্দোনেশিয়ায় ঝাড়ু হাতে নারীদের বিক্ষোভ
- দেশগুলোকে জলবায়ু পরিকল্পনা জমা দিতে চাপ দিচ্ছে জাতিসংঘ
- ‘বিএনপি হলো দেশ গড়ার দল’
- রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
- ভারতকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা দিচ্ছে রাশিয়া
- পুতিন, শি ও কিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: ট্রাম্প
- জাতির ক্রান্তিলগ্নে বিএনপি বারবার জনগণের পাশে ছিল : মীর হেলাল
- সামরিক কুচকাওয়াজে বিশ্বকে নতুন যেসব অস্ত্র দেখাল চীন
- ফেরারি আসামি নির্বাচনে অযোগ্য, ‘না ভোট’ বাধ্যতামূলক
- সারাদেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৪৫০
- যুদ্ধ শুরুর পর গাজায় প্রতিবন্ধী হয়েছে ২১ হাজার শিশু
- রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২৫ বিচারপতির সাক্ষাৎ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘সঞ্চালন’
১৭ বছরে সাড়ে ২৫ হাজার ব্যাগ রক্তদান
মো. মোফাজ্জল হক, শাবিপ্রবি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর