সিরিয়ার হোমস নগরীতে একটি সেনা চৌকিতে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক লোক।
হোমসের আল-জাহরা এলাকায় সেনা চৌকির কাছে সামরিক পোশাক পড়া আইএস জঙ্গিরা মঙ্গলবার ওই আত্মঘাতী বোমা হামলা করে। ওই এলাকাটি আগেও একাধিকবার বোমা হামলার টার্গেট হয়েছিল।
হোমসের প্রাদেশিক গভর্নর তালাল বাজারি এএফপিকে জানান, দুই আত্মঘাতী বোমা হামলাকারী একটি গাড়িতে করে সেনা চৌকিতে এসে থামে। এক হামলাকারী গাড়ি থেকে বের হয়ে যায়। অপরজন গাড়ির ভেতরে থাকতেই নিজের কাছে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।
প্রথম বিস্ফোরণের কারণে বিশৃংখল পরিস্থিতিতে লোকজন জড়ো হলে দ্বিতীয় হামলাকারী বিস্ফোরণ ঘটায়।
সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানায়, বিস্ফোরণে অন্তত ১৩ জন সরকারি সৈন্য নিহত হয়েছে।
সংস্থা প্রধান রামি আবদেল রহমান জানান, দ্বিতীয় হামলাকারীর পরনে সামরিক পোশাক ছিল।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন