যৌন হয়রানির দায়ে এক যোগ গুরুর ৬৫ লাখ ডলার জরিমানা করা হয়েছে। এক নারী আইনজীবীকে যৌন হয়রানি করেন গুরু।
এ ছাড়া গুরুর বিরুদ্ধে যৌন হয়রানির তদন্ত করায় তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। পরে ওই আইনজীবী আদালতের শরণাপন্ন হন এবং আদালত যোগ গুরুকে জরিমানা দিতে নিদের্শ দেন।
মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের একটি আদালত ভারতীয় বংশোদ্ভূত গুরুকে দোষী সাব্যস্ত করেন এবং জাফা-বোডেনকে ৬৫ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন। এর আগে জাফা-বোডেনকে ক্ষতিপূরণ বাবদ আরো ১০ লাখ ডলার দেওয়ার আদেশ দেন আদালত। সব মিলিয়ে যোগ গুরুর কাছ থেকে জাফা-বোডেন ৭৫ লাখ ডলার পেতে যাচ্ছেন।
উল্লেখ্য, উষ্ণ কক্ষে যোগ ব্যায়ামের পদ্ধতি চালু করে দারুণ সাড়া পান যোগ গুরু বিক্রম চৌধুরী (৬৯)। যুক্তরাষ্ট্রে ২০০২ সাল থেকে তিনি যোগের এই প্রতিষ্ঠান চালিয়ে আসছেন। আইনজীবী মিনাক্ষী জাফা-বোডেন বিক্রম চৌধুরীর যোগ প্রতিষ্ঠানে আইনকর্মকর্তা এবং আন্তর্জাতিকবিষয়ক প্রধান হিসেবে চাকরি করতেন। ২০১১ থেকে ২০১৩ এই তিন বছর তিনি সেখানে চাকরি করেন।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন