আশ্রয়প্রত্যাশী ৬০ থেকে ৮০ হাজার লোকের আবেদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সুইডেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এন্ডারস এজম্যান এ ঘোষণা দিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, ওই শরণার্থীদের চার্টার বিমানে করে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন এজম্যান। এতে কয়েক বছর সময় লাগবে।
২০১৫ সালে এক লাখ ৬৩ হাজার লোক সুইডেনে আশ্রয়ের আবেদন করে। এ সংখ্যা ইউরোপের যেকোনো দেশের তুলনায় বেশি। এর ৫৫ শতাংশ গৃহীত হয়েছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ গ্রিসে গেছে। আর ঝুঁকি নিয়ে পারাপারের সময় ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন