ভারতের বিদেশি নাগরিক অনুপ্রবেশ আইন পরিবর্তনের দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদ। বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তার মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নেরও দাবি করেছে সংগঠনটি।
বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাদিয়া এসব দাবি করেন।
তোগাদিয়া বলেন, বাংলাদেশ থেকে অবৈধ প্রবেশ ঠেকাতে দ্রুত মৃত্যুদণ্ডের আইনের বিষয়ে সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। এছাড়া অবিলম্বে অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করতে হবে, যাতে করে ভারতকে হিন্দুদের জন্য একটি উন্নত, নিরাপদ এবং সম্মানিত দেশ হিসেবে গড়ে তোলা যায়।
তোগাদিয়া আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব দ্রুত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবেন।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন