মাওবাদীদের পাতা ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হলেন সাত নিরপত্তা কর্মী। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খন্ড রাজ্যের পালামৌ জেলার ছতরপুরে। আহত হয়েছেন আরও ৬ জন। বুধবার রাতে ওই এলাকায় একটি ছোট বাসে করে টহলরত ছিলেন কয়েকজন পুলিশ। এরপর রাস্তায় পোঁতা ল্যান্ডমাইনের ওপর দিয়ে যাওয়ার সময় তা ফেটে বিস্ফোরণ ঘটে। গতকাল রাতে পাঁচজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন নিরাপত্তারক্ষীকে চিকিৎসার জন্য রাঁচিতে নিয়ে আসা হয়। আজ সকালে মৃত্যু হয় আরও দুই জনের।
বৃহস্পতিবার ঝাড়খন্ড পুলিশের ডিজি ডি কে পান্ডে জানিয়েছেন, ‘পালামৌতে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনে ৭ জন পুলিশ কর্মী নিহত হয়েছেন এবং ছয় জন আহত হয়েছেন। মাও জঙ্গিদের খোঁজে অভিযান চালানো হচ্ছে’।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৬/ রশিদা