মদের ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে এক উত্তেজিত যুবক। যদিও সেই জুতা লক্ষ্যভ্রষ্ট হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পারভেজ কুমার রাই (২৫) নামের এক যুবক আটক করেছে পুলিম। বৃহস্পতিবার পাটনার বখতিয়ারপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, এদিন একটি অনুষ্ঠানে রাজ্যে মদের ওপর নিষেধাজ্ঞা জারি নিয়ে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ঠিক সেসময় হঠাৎই তাঁর দিকে উড়ে আসে একটি জুত। যদিও অল্পের জন্য বেঁচে যান নীতিশ কুমার। মুখ্যমন্ত্রীর অবস্থান থেকে কয়েক ফুট আগেই সেই জুতা এসে পড়ে। জুতা ছোড়ার অভিযোগে রাজ্যটির সমস্তিপুরির বাসিন্দা পারভেজ কুমার রাইকে আটক করা হয়। যদিও ঠিক কি কারণে ওই যুবক মুখ্যমন্ত্রীকে উদ্যেশ্য করে জুতা ছুঁড়েছিলেন তা জানা যায়নি। তবে রাজ্যে মদের ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদেই ওই যুবক এই কাণ্ড ঘটিয়েছেন বলে খবর।
জেলা পুলিশের এক কর্মকর্তা এই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীকে উদ্যেশ্য করে জুতা ছোঁড়ার দায়ে এক যুবককে আটক করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন ‘আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকার রাজ্যে মদ বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে সেই প্রতিশ্রুতি পালনের ব্যাপারেই মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখছিলেন। এক যুবক তার প্রতিবাদেই জুতা ছুঁড়েছিলেন।
প্রসঙ্গত, গত বছরের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে রাজ্যে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে ঘোষণা দিয়েছিলেন জনতা দল ইউনাইটেড নেতা। সেইমতো কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে ধাপে ধাপে রাজ্যে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। প্রথমে দেশিয় মদ এবং পরবর্তীতে দেশে তৈরি বিদেশি মদ বিক্রিতে এই নিষেধাজ্ঞা জারি করা হবে।
তবে জুতা ছোঁড়ার ঘটনা কিন্তু এবারই প্রথম নয়, ২০১৫ সালের বিধানসভার নির্বাচনেও প্রচারণার সময় নীতিশ কুমারকে লক্ষ্য করে জুতা ছোঁড়ার ঘটনা ঘটেছিল। এ ছাড়া, ২০১৩ সালের ২৩ ডিসেম্বর বগুসরাই জেলায় একটি অনুষ্ঠানে নীতিশ কুমারকে লক্ষ্য করে জুতা ছোঁড়া হয়।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব