ভারতের ফিল্মসিটি মুম্বাইয়ের জুহু বিচ থেকে উদ্ধার হল ৩৫ ফুট লম্বা এক তিমির দেহ। বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ তিমিটি পানির সঙ্গে ভেসে আসে।
তিমিটির ওজন প্রায় চার টনের মতো। বিশেষজ্ঞরা এটিকে 'ব্রাইডে' প্রজাতির তিমি বলে জানিয়েছেন। মৃত তিমিটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ ও বন দফতরের কর্মকর্তারা। মৃত তিমিটির অটোপসি করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে চার পশু চিকিৎসকও। তিমিটিকে ওই স্থান থেকে সরিয়ে ফেলতে ক্রেন আনা হয়েছে। শুক্রবার সকালে মৃত তিমিটিকে দেখতে জুহু বিচে ভিড় জমায় অসংখ্য মানুষ।
বন দফতরের সহকারী কর্মকর্তা মারকান্ড গোড়কে জানিয়েছেন, ''ধারণা করা হচ্ছে তিমিটি দুই-তিনদিন আগে মারা যায়। এরপর সমুদ্রের পানির স্রোতে সেটি বিচে এসে আটকে যায়।''
এর আগে গত বছরের জুন মাসে ৪২ ফুট লম্বা একটি নীল তিমি দেখা যায় মহারাষ্ট্রের রেভডান্দা সমুদ্র উপকূলে। চলতি মাসেই তামিলনাড়ু রাজ্যের তুতিকোরিন জেলার তিরুচেন্দুর বিচের কাছে ৪৫ টি ছোট ফিন পাইলট প্রজাতির তিমিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ