ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতোই একদিন অবস্থা হবে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শনিবার গোয়ার দোনা পাউলাতে এক আলোচনার সভায় দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোদি সরকারের অবস্থা বর্ণনা করতে গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি প্রবীণ নেতা যশবন্ত সিনহা।
অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা যশবন্ত সিহনা পরবর্তী মোদির আমলে দলে কোণঠাসা হয়ে পড়েন। প্রবীণ হওয়ার অপরাধে তাঁর মতো প্রবীণ নেতারা ২০১৪ সালে নির্বাচনের টিকিটই পান নি।
এদিন প্রধানমন্ত্রী মোদির নাম না করেই তাঁর উদ্যেশ্যে ক্ষোভ উগড়ে যশবন্ত বলেন, ‘বর্তমান সরকারে আলোচনার কোন জায়গা নেই। এমনটা চললে ভবিষ্যতে জরুরী অবস্থার পর নির্বাচনে ভোটাররা যেমন ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ঠিক তেমনই অবস্থা হবে এই সরকারের’।
যশবন্ত সিনহা এদিন বলেন, ‘আলোচনার কোন সুযোগ এখানে নেই...। এটাই ভারতীয় গণতন্ত্রের প্রকৃত শক্তি। দেশের এখানে-সেখানে কিছু ভুল-ভ্রান্তি ঘটে থাকতে পারে এবং দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগের কারণও থাকতে পারে, কিন্তু ভারতীয় সমাজ এ বিষয়ে সচেতন এবং ভারতে যারা আলোচনায় বিশ্বাসী নয়, তাদের টেনে ধুলোয় ফেলে দেবে। এজন্য শুধু আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে।
এ প্রসঙ্গে কংগ্রস সরকারের জরুরী অবস্থার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তৎকালীন কংগ্রেস সরকার আলোচনার পথকে অস্বীকার করেছিল। ইন্দিরা গান্ধী জরুরী অবস্থা জারি করেছিলেন। এরপরের ঘটনা আমরা সবাই জানি। ১৯৭৭ সালের নির্বাচনেই মানুষ এর উচিত জবাব দিয়েছিল’।
যদিও ওই মন্তব্যের পরই রবিবার পুরো ঘটনাই অস্বীকার করেন যশবন্ত। তাঁর মন্তব্যেও ভুল ব্যখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৬/মাহবুব