ভারতের মধ্য প্রদেশে গরু কোরবানি দেয়ায় দল থেকে বহিষ্কৃত হয়েছেন ক্ষমতাসীন বিজেপির এক নেতা। আনোয়ার মেভ নামে ওই নেতা রাজ্যের দেওয়াস এলাকার বিজেপির সংখ্যালঘু শাখার সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন। রাজ্য গরু কোরবানির আইন অমান্য করে নিজ বাড়িতে তা করার অভিযোগে এক মামলায় গ্রেফতার হওয়ার দিন দুয়েক পর দল থেকে বহিষ্কারের এ ঘটনা ঘটলো। খবর পিটিআই'র
গত মাসের ২৭ তারিখে আনোয়ার মেভের বাড়ি থেকে একটি গরুর অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। এরপর থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছে।
রাজ্য বিজেপির মুখপাত্র হিতেশ বাজপাই মি. মেভকে দল থেকে বহিষ্কারের কথা জানিয়েছেন। এ ঘটনায় বহিষ্কৃত এই নেতা ও অারো ৯ ব্যক্তি মধ্য প্রদেশ গরু কোরবানি নিষিদ্ধ আইনের আওতায় দায়ের করা একটি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ