ধর্ষণের শিকার ১৫ বছরের এক কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসকদের সেবায় কিছুটা সুস্থও হয়ে উঠেছিল সে। কিন্তু রাতের অন্ধকারে সুযোগ পেয়ে ফের তাকে ধর্ষণ করল হাসপাতালেরই এক নিরাপত্তাকর্মী। রবিবার এ নৃশংসতার ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুরের এমজিএম হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, হাসপাতালে শৌচাগারে গিয়েছিল ওই কিশোরী। সেখানে ওঁৎ পেতেছিল শম্ভু মাহতো নামের এক নিরাপত্তাকর্মী। অভিযোগ, মেয়েটিকে শৌচাগারের মধ্যেই ধর্ষণ করে বছর ৬০ বছর বয়সী ওই ব্যক্তি। কোনো মতে সেখান থেকে পালিয়ে নিজের ওয়ার্ডে ফিরে কিশোরী। এরপর একথা ওয়ার্ডের অন্যান্য রোগীদের জানায় সে। খবর যায় ওয়ার্ড মাস্টার, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। ঘটনাস্থলে আসে পুলিশ। বেগতিক দেখে হাসপাতাল ছেড়ে পালায় শম্ভু।
জামশেদপুরের এসএসপি অনুপ টি ম্যাথু বলেন, “অভিযুক্ত শম্ভুকে সোমবার ভোরে সরাইকেলার একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।” অন্যদিকে, অসুস্থ হয়ে পড়া ওই মেয়েটিকে এমজিএম থেকে টাটা মেন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি-প্রতিদিন/০২ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব