যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো স্থানীয়ভাবে জিকা ভাইরাস সংক্রমণের ঘটনার কথা গেছে বলে জানিয়েছে দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ। খবর বিবিসি বাংলা।
সাধারণত মশার মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস। তবে বিরল একটি ঘটনা হিসেবে যৌন সংসর্গের মাধ্যমে এই রোগটি ছড়ানোর খবর পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত রোগীটি বিদেশ ভ্রমণ না করলেও যুক্তরাষ্ট্রের বাইরে থেকে জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে এসেছেন এমন একজনের সাথে তার যৌন সম্পর্ক হয়েছে। সংক্রমণের এই সংবাদটি নিশ্চিত করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা, সিডিসি। সংস্থা সূত্রে খবর, জিকা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে এমন কোন এলাকায় ছিলেন না ওই আক্রান্ত ব্যক্তি। তবে তার নারী সঙ্গী সম্প্রতি ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন।
সিডিসির কর্মকর্তা ড. অ্যান শুকেট বলেছেন, বিদেশ ভ্রমণ না করেও এই প্রথম মার্কিন কোন ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হলো। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওই এলাকায় মশার কোন সমস্যা নেই। সুতরাং আমাদের তথ্য যৌন সংসর্গের মাধ্যমেই সংক্রমণের দিকে ইঙ্গিত করছে। সাধারণত জিকা ভাইরাসে তেমন কোন উপসর্গ দেখা না গেলেও গর্ভধারিণী মায়েদের ক্ষেত্রে এটি মারাত্মক জন্মগত ত্রুটি তৈরি করতে পারে। সৌভাগ্য হচ্ছে যে, এই ক্ষেত্রে গর্ভধারণের কোন বিষয় নেই।"
বিডি-প্রতিদিন/ ০৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা