সিরিয়ার আলেপ্পোতে বিমান হামলায় ৩ স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন বলে হাতে পাওয়া এক রিপোর্টের বরাত দিয়ে জানিয়েছে জাতিসংঘ। তবে তারা জাতিসংঘের নিয়োজিত কর্মী নয় বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
স্থানীয় সময় বুধবার হামলার এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ফারহান হক নামে সংস্থাটির এক কর্মকর্তা, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে সব পক্ষকে জনসাধারণে জানমাল রক্ষার আহ্বান জানিয়েছেন।
তবে কোন পক্ষ এ বিমান হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি এ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন