তিব্বতের ধর্মগুরু দালাইলামা ভারতের অতিথি। তিনি ভারতের যে কোনও অংশে যেতে পারেন। দালাইলামার সফরে কোনও বাধা থাকবে না। ভারতের পরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপের এ ঘোষণার পরিপ্রেক্ষিতে চীনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হল ভারতকে।
আগামী বছরের মার্চে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর আমন্ত্রণে অরুণাচল প্রদেশ সফরে যাওয়ার কথা দালাইলামার। ভারতের কেন্দ্র সরকার তাতে সম্মতি জানিয়েছে। আর এতে ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং শুক্রবার এক বিবৃতিতে বলেন, মার্চে দালাইলামা বিতর্কিত অরুণাচল প্রদেশ সফরে গেলে তা দু’দেশের শান্তি নষ্ট করবে। শুধু তাই নয়, দু’দেশের সীমান্তবর্তী এলাকায় যে স্থিরতা রয়েছে, তা-ও বিঘ্নিত হবে। নেতিবাচক প্রভাব পড়বে দ্বিপাক্ষিক সম্পর্কেও। দালাইলামা অরুণাচলে গেলে সীমান্তে চীনবিরোধী কার্যকলাপ বেড়ে যাবে। যা দু’দেশের পক্ষেই খারাপ।
লু কাং আশাপ্রকাশ করে আরো বলেন, নয়াদিল্লি দু'দেশের সম্পর্কের কথা মাথায় রেখে দালাইলামাকে অরুণাচল প্রদেশে ঢুকতে দেবে না। তিব্বত ইস্যুতে ভারত অবশ্যই চীনের বার্তাকে সম্মান জানাবে।
বিডি প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ফারজানা