সম্প্রতি ব্রাজিলের সিকিউরিটি ফোরাম নামে একটি সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, সিরিয়ায় ভয়াবহ যুদ্ধে বিগত পাঁচ বছরে দেশটিতে যে সংখ্যক মানুষ খুন হয়েছেন, তার চেয়েও বেশি সংখ্যক মানুষ ব্রাজিলে গত চার বছরেই বিভিন্ন কারণে খুন হয়েছেন। সংস্থাটির হিসেব মতে, ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যেই দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ২ লাখ ৮০ হাজার মানুষ খুন হয়েছেন। খবর এএফপির।
সিকিউরিটি ফোরাম ব্রাজিলে নিহতের যে সংখ্যা উল্লেখ করেছে, তাদের মধ্যে চুরি-ডাকাতিসহ বিভিন্ন কারণে নিহতের সংখ্যাও অন্তভুক্ত করা হয়েছে। আর এতো সংখ্যক মানুষ নিহতের পিছনে দেশটির পুলিশ বাহিনীর বাজেটে কমতি ও অর্থনৈতিক মন্দকে অন্যতম কারণ হিসেবে ধরে নেওয়া হয়েছে। তাছাড়া ব্রাজিলে সাম্প্রতিক বছরগুলোতে সহিংতার হারও আগের থেকে অনেক বেড়েছে।
তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, সিরিয়ার গৃহযুদ্ধে একই সময়ে মারা গেছে ২ লাখ ৫৬ হাজার ১২৪ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/3