ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কেটে গাড়ি বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো রবিবার বাংলাদেশ সময় রাতে এ খবর জানায়।
কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বাগদাদে প্রায়ই আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিভিন্ন হামলা চালিয়ে থাকে।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন -১৭