বিদ্রোহী হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের হুদেইদাহ নগরীর জায়দিয়া জেলার একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।
বিবিসি জানায়, ২০১৪ সালের সরকারের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শহরটি নিয়ন্ত্রণে নেয় হুথি বিদ্রোহীরা।
কর্তৃপক্ষ জানায়, বিদ্রোহী ও বন্দীসহ মোট ৬০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও সমান সংখ্যাক মানুষ আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, চলতি বছর রাজধানী সানায় এক অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠানে সৌদি জোটের বিমান হামলায় ১৪০ জন সাধারণ নাগরিক মারা যায়। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা হলে সৌদি জোটের পক্ষ থেকে জানানো হয়, 'ভুল তথ্যের কারণে এই হামলা চালানো হয়েছে।'
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব-২১