পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। আগামী বুধবার রাজধানীতে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পিটিআই'র বিক্ষোভ কর্মসূচি রয়েছে। খবর এএফপির।
পানামা পেপারস কেলেঙ্কারিতে নিজের ছেলেমেয়েদের নাম জড়িয়ে পড়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশের বিরোধী দলগুলোর প্রবল চাপের মধ্যে আছেন। আর দলগুলোর মধ্যে পিটিআই-ই প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি তোপের মুখে রেখেছে। আগামী বুধবার বিক্ষোভকে কেন্দ্র করে আজ রবিবারই পিটিআইয়ের নেতা-কর্মীরা রাজধানীতে ঢোকা শুরু করেছেন। পানামা পেপারস কেলেঙ্কারির তদন্তের দাবিতে মূলত পিটিআইয়ের এবারের এই কর্মসূচি। আগামী মঙ্গলবার থেকে পাকিস্তানের সুপ্রিম কোর্টে পানামা পেপারস কেলেঙ্কারির একটি মামলার শুনানি হবে।
আজ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেন, ইসলামাবাদে সাড়ে চার শ'র মতো বিক্ষোভকারী ঢুকে পড়েছে। পুলিশ তাদের বিক্ষোভে বাধা দিলে তারা পালিয়ে যায়। এদের মধ্যে থেকে শতাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। তিনি বলেন, ইমরানের সমর্থকেরা পাকিস্তানের সচিবালয় দখলের চেষ্টা করছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/২০