পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতি প্রয়োগ করছেন বলে অভিযোগ করেছেন তেহরিক ই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।
রবিবার ১০০ জন পিটিআই কর্মীকে আটক করার পর এ অভিযোগ করেন তিনি।
নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন ইমরান। এছাড়া ইসলামাবাদ অবরোধের ডাকও দেন তিনি।
ইমরান বলেন, ‘চিকিৎসার সময় নওয়াজ শরিফ হাসপাতালে শুয়ে শুয়ে মা বা তার সন্তানদের ফোন করেন না। কেবল মোদিকে ফোন করেন।’
গোলাগুলি লোক দেখানো ছাড়া কিছু নয় মন্তব্য করে তিনি আরও বলেন, 'পাকিস্তানে মোদির স্বার্থ পূরণ করছেন নওয়াজ শরিফ। নিরাপত্তা সংক্রান্ত গোপন নথি ফাঁস করে সেনাবাহিনীর সম্মানহানি করেছেন নওয়াজ। আর পাকিস্তানের পুরো প্রশাসন নওয়াজকে বাঁচাতে ব্যস্ত।'
বিডি প্রতিদিন/ ৩১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-১৬