প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছে দক্ষিণ কোরিয়ার হাজার হাজার মানুষ। শনিবারও রাস্তায় র্যালি করে বিক্ষোভকারীরা। পুলিশ জানায়, সন্ধ্যায় বের হওয়া ওই র্যালিতে প্রায় ১২ হাজার বিক্ষোভকারী অংশ নেয়।
প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় তিনি তার এক বন্ধুর কাছে ফাঁস করেছেন। এরই জের ধরে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ চলছে দক্ষিণ কোরিয়ায়। এদিকে চলমান বিক্ষোভের জেরে শুক্রবার ১০ মন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রেসিডেন্ট পার্ক জিউন হাই।
২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে আসীন হন পার্ক জিউন হাই। তিনিই দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/ফারজানা-০৪