ভারতের রাজধানী দিল্লিতে এই বছর দিওয়ালি উৎসবে বাতাসে দূষণের মাত্রা রেকর্ড ছাড়িয়েছে। বাতাসে ধূলিকণার মাত্রার নিরাপদ সীমা ধরা হয় প্রতি কিউবেক মিটারে ১০০ মাইক্রোগ্রাম। কিন্তু এবার দিল্লিতে ধূলিকণার মাত্রা প্রতি কিউবেক মিটারে ৯৯৯ মাইক্রোগ্রাম পর্যন্ত পৌঁছেছে। খবর বিবিসির।
এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। দিল্লির স্থানীয় সরকার গত সপ্তাহে এক ঘোষণায় জানায়, দূষণের মাত্রা কমানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।
সোমবার সকালে দিল্লির অনেক বাসিন্দা নিজেদের এলাকার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে ধোঁয়ায় পুরো দিল্লি শহর আচ্ছন্ন। ধোঁয়ার কারণে সোমবার সকাল থেকে শহরগুলিতে গাড়ি চলছে ধীরে ধীরে।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/ফারজানা-১৫