শুক্রবার আল-হোসেইমা শহরে মহসিন ফিকরি নামে ওই মাছ বিক্রেতার মৃত্যুকে কেন্দ্র করে মরক্কোর কয়েকটি শহরে বড় ধরনের বিক্ষোভ করেছে হাজারো মানুষ। পুলিশের কাছ থেকে জব্দ করা মাছ পুনরুদ্ধারের চেষ্টায় ট্রাকচাপায় নিহত হন ওই মাছ বিক্রেতা। ট্রাকচাপায় এই মাছ বিক্রেতার মৃত্যুর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষ ক্ষোভ দেখাতে শুরু করে।
বিক্ষোভকারীরা মহসিনের মৃত্যুর পর সরকারবিরোধী আন্দোলনের ডাক দিয়েছেন। মরক্কোতে এত বড় পরিসরে সরকারবিরোধী আন্দোলন বিরল।
মরক্কোর গণমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশ মহসিনের কাছে থাকা সোর্ডফিশ (তলোয়ার মাছ) জব্দ করে ধ্বংস করে। বছরের এই সময়টাতে মরক্কোতে এই মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। পুলিশের কাছ থেকে ওই মাছ পুনরুদ্ধারের চেষ্টা করতে গিয়ে ট্রাকচাপায় নিহত হন মহসিন।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/তাফসীর-১৩