নওয়াজ সরকারের দুর্নীতির প্রতিবাদে ইসলামাবাদ অবরুদ্ধ করার ডাক দিয়েছেন পাকিস্তানের তেহরিক ই ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। সেনা অভ্যুত্থানে মদত দেওয়ার উদ্দেশ্যেই তিনি এই কাজ করছেন বলে অভিযোগ করা হচ্ছে সরকারের তরফে। সেই অভিযোগ বাউন্ডারির বাইরে ফেলে ক্রিকেট বিশ্বকাপজয়ী প্রাক্তন পাক অধিনায়ক বলেছেন, বিরোধী হিসেবে যা কর্তব্য তিনি তাই করছেন। পাকিস্তানের সেনা অভ্যুত্থানে মদত দেওয়ার কোনও ইচ্ছাই তার নেই।
প্রসঙ্গত, আগামী ২রা নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সে দেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে তাকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়ে আন্দোলন শুরু করতে চলেছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান। আর প্রাক্তন এই ক্রিকেট কিংবদন্তীর পাশে এসে দাঁড়িয়েছে পাক তালিবানিদের 'গড ফাদার' মওলানা সামি উল হক।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/০১