পাকিস্তান সেনাদের ছোঁড়া গুলিতে আরও এক ভারতীয় সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে রাজৌরি সেক্টরে পাক সেনার গুলিতে গুরুতর আহত হন ওই সেনা সদস্য। পরে তাকে দ্রুত উদ্ধার করে সেনা হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। খবর কলকাতা ২৪ ৭ নিউজের।
খবরে বলা হয়, এ ঘটনার পর জম্মু-কাশ্মীর সীমান্তের একাধিক জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের রাজৌরির সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ছোঁড়ে পাকিস্তান রেঞ্জার্স। তবে এর পাল্টা জবাবও দেয় ভারতীয় সেনারা। দুপক্ষের গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠেছে ভূস্বর্গ।
প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় একাধিকবার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তান। যদিও প্রত্যেকটি ঘটনার পাল্টা কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা।
বিডি প্রতিদিন/০১ নভেম্বর ২০১৬/হিমেল-০১