ভারতের মধ্য প্রদেশে একটি জেল ভেঙে পালানো নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-র আট সদস্য পুলিশের গুলিতে নিহত হয়েছে। দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, রবিবার মধ্যরাতে কেন্দ্রীয় কারাগারের এক রক্ষীকে গলা কেটে হত্যা করে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট ইন ইন্ডিয়া (সিমির) ওই সদস্যরা পালিয়েছিল। পরে ভোপাল শহরের বাইরে পুলিশ এদের খুঁজে বের করে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, তাদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করায় পুলিশ তাদের ওপর গুলি চালায়। ভোপাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রামা সিং সরকারি বার্তা সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, জেলের তালা ভেঙে সিমির এই আটজন সদস্য বিছানার চাদর দিয়ে রশি তৈরি করে এবং দেয়াল টপকে পালিয়ে যায়।
সিমির বিরুদ্ধে অভিযোগ, এর সদস্যরা ২০০৬ সালে মুম্বাইয়ের ট্রেনে বোমা হামলা চালিয়েছিল যাতে ১৮৭ জন প্রাণ হারায়। গত বছর দিল্লির গুরুত্বপূর্ণ তিহার জেলের দেয়ালের নিচে সুড়ঙ্গ খুঁড়ে এক ব্যক্তি পালিয়ে গিয়েছিল।
বিডি প্রতিদিন/০১ নভেম্বর ২০১৬/হিমেল-১৩