এনডিটিভি'র পর এবার ভারতের কেন্দ্রীয় সরকারের চাপে পড়েছে আসামের একটি খবরের চ্যানেল। নিউজ টাইম গ্রপের অসমীয়া ভাষার খবরের চ্যানেলটিকেও একই কায়দায় একদিন সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, এই বছরই একটি শিশু নির্যাতনের ঘটনার সরাসরি সম্প্রচার করেছিল ওই চ্যানেলটি। টিভি সম্প্রচারে যে কোন শিশু নির্যাতনের ঘটনার এমন ছবি দেখানো নাকি বেআইনি, তাই শাস্তি স্বরূপ একদিনের সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও, অনেকেই দাবি করছেন, এই ছবিটি আরও একাধিক চ্যানেল দেখিয়েছিল। কিন্তু তাদের ঘাড়ে শাস্তি চাপিয়ে দেওয়া হয়নি। একমাত্র ব্যাতিক্রম এই চ্যানেলটি। এছাড়াও অভিযোগ করা হয়েছে, এই টিভি চ্যানেলে নাকি মৃতদেহের ছবিও দেখানো হয়েছে, যে ছবিটি সম্প্রচার করা অন্যায়। গত অক্টোবর মাসে এই নিয়ে একটি নোটিশ পাঠানো হযেছিল চ্যানেলটিকে। উত্তরে সন্তুষ্ট না হওয়ায় এমন শাস্তি দিল দেশটির কেন্দ্রীয় সরকার। আগামী ৯ নভেম্বর এই চ্যানেলের খবর সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ এসেছে।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৬/হিমেল-০৫