এর আগে পাকিস্তানে বাড়ির ছাদে ভারতের পতাকা উড়িয়ে বিপাকে পড়েছিলেন এক যুবক। এবার ভারতে নিজের বাড়িতে পাকিস্তানের পতাকা উড়িয়ে বিপাকে পড়লেন এক ব্যক্তি। প্রশাসনের নজর কাড়তে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন কানপুরের চন্দ্রপাল সিং। বাড়ির ছাদে পাক পতাকা উড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। ভারতের কানপুরের নেহেরু নগরের সিসামাউ অঞ্চলে এ ঘটনা ঘটেছে।
গত আট বছর ধরে করের বোঝা কমানোর জন্য বিভিন্ন সরকারি অফিসে দৌড়াতে হয়েছে জ্যোতিষি চন্দ্রপাল সিংকে। কিন্তু সমস্যা না মেটায় প্রশাসনের নজরে আসতে গত বৃহস্পতিবার তিনি বাড়িতে লাগিয়ে ফেলেন পাকিস্তানের পতাকা। আর এতেই বিপাকে পড়েন তিনি। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় পুলিশ সমাজে হিংসা ছড়ানো এবং নিজের বাড়িতে অন্য দেশের পতাকা লাগানোর অভিযোগে গ্রেফতার করে চন্দ্রপালকে। একাধিক ধারায় মামলাও দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। পাকিস্তানের পতাকাটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৬/হিমেল-০৬